ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কার বায়োপিকে অভিনয় করতে চান শাকিব খান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ১৯ মার্চ ২০২৫   আপডেট: ১৩:৩৬, ১৯ মার্চ ২০২৫
কার বায়োপিকে অভিনয় করতে চান শাকিব খান

শাকিব খান

বাংলা চলচ্চিত্রের ‘কিং খান’ খ্যাত চিত্রনায়ক শাকিব খান। সম্প্রতি ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে তার আপকামিং সিনেমা ‘বরবাদ’এর গান ‘দ্বিধা’। সাইকো, থ্রিলার, রোমান্টিকসহ নান ঘরানার সিনেমাতে অভিনয় করেছেন এই সুপারস্টার। তবে বায়োপিকে দেখা যায়নি তাকে। শাকিব খান কার বায়োপিকে অভিনয় করতে চান, জানেন?

একটি ভিডিও সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘‘ কবি কাজী নজরুলের বায়োপিক এখনও করা হয়নি, নায়ক রাজ রাজ্জাকের বায়োপিক এখনও হয়নি, হুমায়ুন ফরিদীর বায়োপিক এখনও হয়নি; এদের যেকারওটা করতে আমি ইন্টারেস্টেড।’’

আরো পড়ুন:

শাকিব খানের ভালো লাগার নানা বিষয়ও সম্পর্কেও জানা গেছে ওই সাক্ষাৎকার থেকে। জানা গেছে তার প্রিয় শুটিং স্পট সম্পর্কে। কক্সবাজার, বান্দরবান এবং সিলেট শাকিব খানের প্রিয় শুটিং স্পট। দেশের বাইরে লন্ডন, থাইল্যান্ড এবং ভারতে শুটিং করতে পছন্দ করেন তিনি। 

নিজের প্রিয় গান সম্পর্কে এই তারকা জানিয়েছেন, ‘‘অনেক গান আমার প্রিয়। সকাল বেলা ঘুম থেকে উঠে প্রথম যে গানটা চট করে মনে পড়ে, সারাদিন সেই গানটা গুনগুন করি।’’ 

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘বরবাদ’। টিজার দেখে প্রশংসায় ভাসিয়েছেন দর্শক। এদিকে অভিনয়ের পাশাপাশি ব্যবসা নিয়েও ব্যস্ততা তার; সেখানেও দেখছেন সফলতার মুখ।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়