ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অমিতাভ-জয়ার কারণে কেঁদেছিলেন ‘নিঃসঙ্গ’ পারভীন ববি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ৮ এপ্রিল ২০২৫   আপডেট: ১০:৪৪, ৮ এপ্রিল ২০২৫
অমিতাভ-জয়ার কারণে কেঁদেছিলেন ‘নিঃসঙ্গ’ পারভীন ববি

অমিতাভের সঙ্গে জয়া, পারভীন ববি

বলিউডের প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী পারভীন ববি। সত্তর ও আশির দশকে রূপ ও অভিনয় গুণে দর্শক মাতিয়েছেন। অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। কিন্তু এক পর্যায়ে অমিতাভ আর তার স্ত্রীর কারণে অনেক কেঁদেছিলেন এই অভিনেত্রী।

পারভীন ববির সঙ্গে অভিনেতা রঞ্জিতের ব্যক্তিগত সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সম্পর্কের সমীকরণ ব্যাখ্যা করতে গিয়ে আড়ালের ঘটনা জানান এই অভিনেতা

বলিউডের খলনায়ক রঞ্জিত বলেন, “পারভীন ববি আমার প্রিয় বন্ধু ছিল। সে নিঃসঙ্গ ছিল। পারভীন ববি চমৎকার একজন মানুষ ছিল। সবসময় হাসত, তার দাঁতের জন্য আমরা তাকে ‘ফাওয়াদা’ বলে ডাকতাম।”

পারভীন ববির কান্নার ঘটনা বর্ণনা করে রঞ্জিত বলেন, “একবার তার খুব মন খারাপ ছিল এবং কাঁদছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ‘কী হয়েছে পারভীন?’ আমরা তখন কাশ্মীরে ছিলাম। নাম উল্লেখ করতে সমস্যা নেই। কারণ এটা সম্পূর্ণ সত্য ঘটনা। আসলে ‘সিলসিলা’ সিনেমা নির্মাণের কথা চলছিল। আর পারভীন ববি ছিল সিনেমাটির নায়িকা; তার সঙ্গে ছিলেন রেখা। কিন্তু কাজটি পারভীন ববির হাতছাড়া হয়ে যায়।”

‘সিলসিলা’ সিনেমা থেকে বাদ পড়ার কারণ জানিয়ে রঞ্জিত বলেন, “একটি চটকদার বিতর্কের জন্য বাদ দেওয়া হয় পারভীন ববিকে। ববির পরিবর্তে জয়া ভাদুড়িকে কাস্ট করা হয়। অথচ সিনেমাটিতে রেখা ও পারভীন ববির কাজ করার কথা ছিল।”

‘মজবুর’, ‘দিওয়ার’, ‘অমর আকবর অ্যান্টনি’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন অমিতাভ বচ্চন ও পারভীন ববি। ফলে দুজনের রোমান্টিক সম্পর্ক নিয়ে কানাঘুষাও হয়েছিল।

১৯৭২ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন পারভীন ববি। তখনই সুযোগ পান অভিনয়ের। এর পরের বছর মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘চরিত্র’। অর্থাৎ ১৯৭৩ সালে এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। অভিনয় ক্যারিয়ারে ‘সুহাগ’, ‘কালা পাথর’, ‘শান’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।   

পারভীন ববিই প্রথম বলিউড তারকা, যে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হন। ১৯৭৬ সালের ১৯ জুলাই সাময়িকীটির ইউরোপীয় সংস্করণের প্রচ্ছদে দেখা যায় তাকে।

অমিতাভ ছাড়াও অভিনেতা ড্যানি, কবির বেদির সঙ্গে তার প্রেমের খবর চাউর হয়েছিল। পরিচালক মহেশ ভাটের সঙ্গে শেষমেশ প্রণয়ে জড়ান। মহেশ ভাট সেটা বরাবরই স্বীকার করেছেন। যদিও মহেশ সেসময় বিবাহিত, তবু নিঃসঙ্গ পারভীনের প্রেমে পড়েছিলেন এই নির্মাতা।

নিঃসঙ্গ পারভীন ববির সঙ্গী ছিল মানসিক ব্যাধি আর ডায়াবেটিস। ২০০৫ সালের ২০ জানুয়ারি তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর তিন দিন পর পচন ধরা নিথর দেহটা উদ্ধার করা হয়েছিল।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়