ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বরবাদ’- এর টিকিট নিয়ে কাড়াকাড়ি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ২৭ এপ্রিল ২০২৫   আপডেট: ১১:৪৭, ২৭ এপ্রিল ২০২৫
‘বরবাদ’- এর টিকিট নিয়ে কাড়াকাড়ি

শাকিব খান

বাংলাদেশের প্রেক্ষাগৃহে সাড়া জাগিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালির পর এবার অস্ট্রেলিয়াতে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। অস্ট্রেলিয়াতেও হাউজফুল যাচ্ছে সিনেমাটি। জানা গেছে, শনিবার (২৬ এপ্রিল) প্রথমদিনে সিডনির ব্যাংকস টাউনে দুটি শো রাখা হয়েছিল। কিন্তু সিনেমাহলে গিয়ে অনেকেই টিকিট না পেয়ে ফিরে  গেছেন। অস্ট্রেলিয়ায় ‘বরবাদ’ মুক্তি দিয়েছে ঈগল এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির ডিরেক্টর সাব্বির চৌধুরী সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন, যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তারাই সিনেমাটি দেখতে পাচ্ছেন। অনেকে অন্য সিনেমা দেখতে এসে পরে ‘বরবাদ’ দেখতে চাইছেন, কিন্তু টিকিট পাচ্ছেন না। তাদের ফিরে যেতে হচ্ছে। কারণ টিকেট আগেই সোল্ডআউট। শুরুটা দারুণভাবে হচ্ছে। সামনের দিনগুলো অনেক ভালো যাবে।

আরো পড়ুন:

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইনসল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি, নর্দার্ন টেরিটোরি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং তাউরাঙ্গা শহরগুলোতে চলছে ‘বরবাদ’। অস্ট্রেলিয়া ছাড়াও নিউজিল্যান্ডেও চলছে সিনেমাটি।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়