ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শর্তসাপেক্ষে স্বাধীনতা চান না বাঁধন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ৪ মে ২০২৫   আপডেট: ১৬:২৭, ৪ মে ২০২৫
শর্তসাপেক্ষে স্বাধীনতা চান না বাঁধন

আজমেরী হক বাঁধন

মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন জুলাই আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন সরব ছিলেন, নেমে এসেছিলেন রাজপথেও। এরপরে তাকে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেভাবে সরব হতে দেখা যায়নি। অনেক দিন হলো, দেখা যাচ্ছে না অভিনয়েও। শনিবার (৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে একটি পোস্ট করেছেন এ অভিনেত্রী। এরপরেই তার পোস্ট নিয়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা।  দেশে যখন নারী কমিশনের সুপারিশ নিয়ে তুমুল আলোচনা চলছে তখন বাঁধন বলেছেন, পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করতে চান না তিনি, শর্তসাপেক্ষে স্বাধীনতা তার কাম্য নয়।

আরো পড়ুন:

বাঁধন লিখেছেন, ‘‘আমি পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি, কিন্তু আমি সেখানে মরতে রাজি নই। আমি এমন পৃথিবী দেখতে চাই না, যেখানে অধিকার নির্ধারিত হবে ক্ষমতায় এবং শর্তসাপেক্ষে হবে স্বাধীনতা। আমি এমন ভবিষ্যতে বিশ্বাসী যেখানে প্রতিটা মানুষের কথা বলার অধিকার থাকবে, পছন্দ থাকবে এবং থাকবে নিজেদের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার- যা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই।’’

দেশে নারীর প্রতি চলমান সহিংসতা নিয়ে উদ্বিগ্ন বাঁধন। এজন্য তিনি রাষ্ট্রকে দায়ী করেছেন। বাঁধন একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘নারীদের প্রতি সহিংসতা ক্ষেত্রে রাষ্ট্রের দায় সবচেয়ে বেশি। রাষ্ট্রের উচিত, সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ দেখানো।’’

নারী সংস্কার কমিশনে যে প্রস্তাব রয়েছে, সেগুলোর বেশির ভাগের সঙ্গে একমত রয়েছেন বলেও জানান বাঁধন।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়