ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়ক দুর্ঘটনার কবলে পবনদীপ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ৫ মে ২০২৫   আপডেট: ১৩:০৮, ৫ মে ২০২৫
সড়ক দুর্ঘটনার কবলে পবনদীপ

ইনসেটে আহত গায়ক পবনদীপ

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ইন্ডিয়ান আইডলের ১২তম সিজনের বিজয়ী পবনদীপ। সোমবার (৫ মে) ভোররাত ৩টা ৪০ মিনিটে আহমেদাবাদে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় এই গায়ক। দ্য ফ্রি প্রেস জার্নাল এ খবর প্রকাশ করেছে।

আহত পবনদীপকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা করেন কর্তব্যরত ডাক্তাররা। তারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, পবনদীপনের পরনের জামাকাপড় কাটছেন চিকিৎসকরা। তার বাঁ পায়ে ব্যান্ডেজ করা হচ্ছে। অনেকটা অচেতন পবনদীপের বাঁ হাতে ক্যানোলা লাগানো। তবে এর চেয়ে বেশি তথ্য এখনো জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।

আরো পড়ুন:

জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। এই প্রতিযোগিতার ১২তম আসরে বিজয়ী হন ভারতের উত্তরখন্ডের পবনদীপ। অডিশনের পর থেকেই গান দিয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করেন পবন। এ আসরে দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন অরুণিতা। 

ইন্ডিয়ান আইডলে প্রতিযোগী থাকাকালীন পবন-অরুণিতার জনপ্রিয়তার কারণে অক্টোপাস এন্টারটেইনমেন্ট ২০টি গানের জন্য চুক্তিবদ্ধ করে এ জুটিকে। অক্টোপাসের ব্যানারে এ জুটির প্রথম গান ‘মঞ্জুর দিল’ প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির মিউজিক ভিডিওতে এ জুটির রোমান্টিক দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়