ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আমি আশিক তুমি প্রিয়া’র আশিক এখন কোথায়?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ৬ মে ২০২৫   আপডেট: ০৯:৩১, ৬ মে ২০২৫
‘আমি আশিক তুমি প্রিয়া’র আশিক এখন কোথায়?

ফয়সাল

নব্বই দশকের সুপারহিট সিনেমা ‘আশিক-প্রিয়া’। আওকাত হোসাইনের পরিচালনায় এই সিনেমায় জুটি বেঁধেছিলেন ফয়সাল এবং ফারহানা। ‘আশিক প্রিয়া’ সিনেমার ‘আমি আশিক তুমি প্রিয়া’ শিরোনামের গানটিকে কালজয়ী গান বললেও ভুল হবে না। গানটি এক সময় গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শোনা যেত। 

‘আশিক প্রিয়া’ সিনেমার মাধ্যমে ঢালিউড পেয়েছিল নতুন নায়ক ফয়সালকে। ‘আশিক প্রিয়া’ সিনেমার পরে একই পরিচালকের ‘জানের বাজি’ সিনেমায় অভিনয় করেন তিনি। কিন্তু এরপর আর রূপালি পর্দায় দেখা যায়নি ফয়সালকে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়সাল তার অবস্থান সম্পর্কে জানিয়েছেন।

আরো পড়ুন:

জানা গেছে, তিনি এখন পরিবারসহ যুক্তরাষ্ট্রের ডালাসে বসবাস করছেন। ২০১৪ সালে পরিবার নিয়ে বিদেশে পাড়ি জমান ফয়সাল। তিন সন্তানের জনক তিনি। চাকরি করছেন যুক্তরাষ্ট্রের একটি গ্যাস কোম্পানিতে। 

উল্লেখ্য, ‘আমি আশিক তুমি প্রিয়া’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার শানু। সংগীত আয়োজন করেছেন বাপ্পী লাহিড়ী। গানটির কথা লিখেছেন, পলক ব্যানার্জি।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়