ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কালকে টুনির বিয়া’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৬ মে ২০২৫   আপডেট: ১৭:০৩, ৬ মে ২০২৫
‘কালকে টুনির বিয়া’

সুবাহ

এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। ‘কালকে টুনির বিয়া’ শিরোনামের একটি গানের ভিডিওতে মডেল হয়েছেন তিনি। গানটি মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন সুবাহ।

শাহ হুমায়রা সুবাহ বলেন, “আমি সাধারণত গানের মডেল হই না। কিন্তু এই গানটা যখন শুনলাম, খুব ভালো লেগে যায়। ভিডিও সিনেমাটিক স্টাইলে বানানো। মূলত, এ কারণে রাজি হয়েছি। মুক্তির পর সবাই খুব প্রশংসা করছেন, ভালোই লাগছে।”

আরো পড়ুন:

‘ও টুনির মা তোমার টুনি কথা শোনে না’ গানটি প্রথম প্রকাশিত হয় ২০০৯ সালে। প্রমিত কুমারের লেখা এই গান তখন দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পায়। এটি সিডি ফরম্যাটে মুক্তি পায়। ২০১৬ সালে সিএমভি মিউজিক ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় এবার ‘কালকে টুনির বিয়া’ গান নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সুবাহর। প্রথম সিনেমা দিয়েই দর্শকদের নজর কাড়েন। তার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়