ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্ষুধা লাগলে পানি খেতাম: নুসরাত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০২, ৮ মে ২০২৫   আপডেট: ০৮:১৮, ৮ মে ২০২৫
ক্ষুধা লাগলে পানি খেতাম: নুসরাত

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ভারুচা। প্রায় দুই দশকের অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। যশ-খ্যাতির পাশাপাশি অর্থ-বিত্তেরও মালিক হয়েছেন। এখন প্রায় ৫০ কোটি রুপির মালিক এই অভিনেত্রী।

তবে কলেজে পড়াকালীন অর্থকষ্টে দিন পার করেছেন নুসরাত ভারুচা। যখন কলেজে ভর্তি হন, তখন তার বাবার ব্যবসা ভালো যাচ্ছিল না। ফলে, বাবার দেওয়া টাকা খুব ভেবেচিন্তে খরচ করতেন। বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান ‘লাভ সেক্স অর ধোকা’ তারকা।

নুসরাত ভারুচা বলেন, “আমি বাবার দেওয়া টাকা খরচের ক্ষেত্রে খুব হিসাবি ছিলাম। পাঁচ বছর কলেজে কাটিয়েছি। আমি প্রতিদিন ৮ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১ টাকা ৪৬ পয়সা) খরচ করতাম। আর এই টাকা যাতায়াতবাবদ খরচ হতো। প্রথমে ট্রেন, তারপর বাস, এরপর হেঁটে কলেজে যেতাম। ক্লাস শেষ করে আবার একই পথ ধরে বাড়ি ফিরতাম। জয় হিন্দ কলেজে একটি জিনিস বিনামূল্যে পাওয়া যেত, তা হলো পানি। যখন ক্ষুধা লাগত, তখন পানি খেতাম।”

নিজের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে নুসরাত ভারুচা বলেন, “খুব ছোটবেলায় সিদ্ধান্ত নিয়েছিলাম, প্রতি মাসে কত খরচ করব। আমার মৌলিক প্রয়োজন মিটিয়ে যা অবশিষ্ট থাকে, তা স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ এবং সঞ্চয় খাতে পাঠানো হয়। টাকা কখনো আমার অ্যাকাউন্টে আসে না। এ বিষয়ে হিসাবরক্ষকদের নির্দেশ দেওয়া আছে।”

২০০৬ সালে রুপালি পর্দায় পা রাখেন নুসরাত। ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘ড্রিম গার্ল’, ‘ছালাং’, ‘ছোড়ি’, ‘আজীব দাস্তানস’ প্রভৃতি সিনেমায় অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। নুসরাত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ছোড়ি টু’। বিশাল ফুরিয়া নির্মিত সিনেমাটি গত ১১ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায়।

তথ্যসূত্র: ইন্ডিয়া টিভি

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়