ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

হানিমুনেও নাকি মাকে সঙ্গে নিতে হয়, প্রভার ইঙ্গিতপূর্ণ পোস্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১৩ মে ২০২৫   আপডেট: ১৭:০৫, ১৩ মে ২০২৫
হানিমুনেও নাকি মাকে সঙ্গে নিতে হয়, প্রভার ইঙ্গিতপূর্ণ পোস্ট

সাদিয়া জাহান প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে নিয়মিত অভিনয়ে নিজেকে যুক্ত রেখেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব এই অভিনেত্রী। ফেসবুকে নিয়মিত ছবি ও নানা ভাবনার কথা পোস্ট করে থাকেন।

সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন প্রভা। এ অভিনেত্রী লেখেন, “হানিমুনেও নাকি মারে নিয়া যাইতে হয়! বাইরে গেলে নাকি মার হাত ধরে ঘুরতে হয়! বউয়ের রান্না ভালো হয়েছে এই প্রশংসা শুনলে আবার তরকারির পাতিলও ফালায় দেয়!”

তবে এই পোস্ট কার উদ্দেশ্যে, তা স্পষ্ট করেননি প্রভা। যদিও নেটিজেনদের অনেকেরই ধারণা, এটি আলোচিত আত্মহত্যার ঘটনার দিকে ইঙ্গিত করে লেখা।

আরো পড়ুন:

র‌্যাবের এএসপি পলাশ সাহার মৃত্যুকে কেন্দ্র করে তার স্ত্রী সুস্মিতা সাহা এবং মা আরতি সাহা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এই ঘটনার পর সুস্মিতা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। অনেকের ধারণা, পলাশের আত্মহত্যার পেছনে তার মায়ের ভূমিকা রয়েছে।

প্রভার এই স্ট্যাটাস সেই আলোচিত ঘটনা ঘিরেই কি না— এ নিয়েও শুরু হয়েছে তর্ক। কেউ কেউ মনে করছেন, তিনি পলাশ সাহার স্ত্রীর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, আবার অনেকে পোস্টটিকে ‘অনুপযুক্ত’ বলেও আখ্যা দিয়েছেন।

নেটিজেনরা প্রভার এই পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে নানারকম প্রতিক্রিয়া জানাচ্ছেন— কেউ প্রভার পক্ষে, কেউ আবার বিপক্ষে। প্রভার এই স্ট্যাটাস আদৌ পলাশ সাহাকে কেন্দ্র করে কি না, তা এখনো অস্পষ্ট।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়