কানের আসরে মধুবালা, রেখা, হেমা, শ্রীদেবী!

কান চলচ্চিত্র উৎসবে এমন লুকে ধরা দেন নীতাংশি (বাঁয়ে)
কিরণ রাও নির্মিত আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’। এতে ফুল চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান নীতাংশি গোয়েল। ৭৮তম কান চলচ্চিত্রে উৎসবের লাল গালিচায় প্রথমবার পা রাখলেন এই অভিনেত্রী। শুরুতেই তার দুর্দান্ত ফ্যাশন স্টেটমেন্ট নজর কেড়েছে।
কান উৎসবের তৃতীয় দিনে ডোমিনিক মলের ‘দোসি ১৩৭’ সিনেমার প্রিমিয়ারে যোগ দেন নীতাংশি গোয়েল। ফরাসি ক্রাইম-ড্রামা ঘরানার সিনেমাটির প্রদর্শনীতে এ অভিনেত্রী পরেছিলেন কাস্টমাইজড ব্ল্যাক অ্যান্ড গোল্ড গাউন। এটি ডিজাইন করেন জোড়ি মনিকা অ্যান্ড কারিশমা।
গাউনটির কোরসেট বডিসে ছিল সোনালি ফুলের মোটিফ এবং নিচের অংশে ম্যাক্রামে ও তুলের কারুকাজ। ডিজাইনার মনিকা শাহ বলেন, “নীতাংশির মধ্যে যে কোমলতা আর চোখের দীপ্তি আছে, তা ফুটিয়ে তুলতেই এই ফ্যান্টাসি গাউন তৈরি করা হয়েছে।”
রেড কার্পেটের আগেই, কানের ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধনে উপস্থিত হন নীতাংশি। সেখানে পরেছিলেন মুক্তার কাজ করা আইভরি রঙের কাস্টম প্রি-ড্রেপড শাড়ি। চুলের বেণিতে হেয়ার অ্যাকসেসরিস। তাতে শোভা পাচ্ছে বলিউডের কিংবদন্তিদের প্রতিকৃতি। এ তালিকায় রয়েছেন— মধুবালা, রেখা, শ্রীদেবী, হেমা মালিনীর ছবি। আন্তর্জাতিক মঞ্চে তার এই শ্রদ্ধা প্রশংসা কুড়াচ্ছে।
কানের আসরে গণমাধ্যমকে নীতাংশি গোয়েল বলেন, “আমার পেটের ভিতর এখন প্রজাপতি উড়ছে! আমি সেই মেয়ে, যে স্বপ্ন দেখা মেয়েদের সাহস দিতে পারে। এটা আমার মুহূর্ত— আর আমি চাই এই মুহূর্তটা অন্যদেরও স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করুক।”
২০০৭ সালের ১২ জুন উত্তরপ্রদেশের নদিয়াতে জন্মগ্রহণ করেন নীতাংশি গোয়েল। মজার বিষয় হলো— ১৭ বছর বয়সি এই অভিনেত্রীকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন ১০.৭ মিলিয়ন মানুষ।
‘লাপাতা লেডিস’ সিনেমায় অভিনয় করার আগে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ তালিকায় রয়েছে— এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, মাসুম সাওয়াল, ময়দান, ইনসাইড এজ, ইন্দু সরকার প্রভৃতি। তা ছাড়া কত্থক নাচেও প্রশিক্ষণ নিয়েছেন এই কিশোরী অভিনেত্রী।
ঢাকা/শান্ত