ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আব্বাসের ৮ স্ত্রীর ভিন্ন গল্প, ভিন্ন আবেগ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ২৩ মে ২০২৫   আপডেট: ১১:৪৭, ২৩ মে ২০২৫
আব্বাসের ৮ স্ত্রীর ভিন্ন গল্প, ভিন্ন আবেগ

‘বোহেমিয়ান ঘোড়া’ ওয়েব সিরিজের পোস্টার

ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে ৭টি বিয়ে করে। প্রত্যেক স্ত্রীর কাছে আব্বাস অন্য রকম এক মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সব জানে। ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করার পর আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র ট্রেইলারে এমন চিত্র দেখা যায়।

অমিতাভ রেজা চৌধুরী নির্মিত এই সিরিজে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার স্ত্রীরা হলেন— তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি, বৃষ্টি, সাদিয়া আয়মান। সিরিজটিতে প্রত্যেক স্ত্রীর ভিন্ন গল্প, দৃষ্টিভঙ্গি ও আবেগ তুলে এনেছেন নির্মাতা।

আরো পড়ুন:

‘আব্বাস’ চরিত্র প্রসঙ্গে অমিতাভ রেজা চৌধুরী বলেন, “যারা অভিনয় করেছে তারা সবাই আমার প্রাণের মানুষ। আব্বাস চরিত্রটি এমন একজন মানুষ যার ব্যক্তিত্বে এক চুম্বকীয় আকর্ষণ আছে। সে সহজেই নারীদের মন জয় করে ফেলে। কিন্তু নিজের জীবনধারা ও সিদ্ধান্ত নিয়ে সে সবসময় এক গভীর দ্বন্দ্বে ভোগে।”

‘আব্বাস’ চরিত্রে মোশাররফ করিমকে নেওয়ার কারণ ব্যাখ্যা করে অমিতাভ রেজা চৌধুরী বলেন, “আমার একজন অভিনেতা প্রয়োজন ছিল যার অভিনয় ক্ষমতা এমন যে ক্ষণে ক্ষণে চরিত্রের রূপ পরিবর্তন করতে পারে। মেথড অভিনয়ে পারদর্শী, যা এই শহরে দুই একজনই আছেন, যার মাঝে মোশাররফ করিম একজন।”

নিজের চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, “দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজে যুক্ত হয়েছি। তাছাড়া অমিতাভ রেজার সঙ্গে বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ।”

ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়