খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা মারা গেছেন

সাঙ্কু পাঞ্জা
ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ মে) বিকাল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্য নির্বাহী সদস্য সনি রহমান বলেন, “সাঙ্কু পাঞ্জা ভাই বেশ কয়েক বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসা নিচ্ছিলেন। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।”
সাঙ্কু পাঞ্জার স্ত্রী শাহানা আক্তার গণমাধ্যমে বলেন, “উনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত ২৪ মে বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করি। গত দুদিন শরীর খারাপের দিকে যাচ্ছিল। তিনটা থেকে সাড়ে তিনটার ভেতর তার মৃত্যুর খবর জানান কর্তব্যরত চিকিৎসকেরা।”
হাসপাতাল থেকে তার মরদেহ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুমাবাদে তার শ্বশুরবাড়িতে নেওয়া হবে। শুক্রবার (৩০ মে) সকাল ১০টায় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। জন্মসূত্রে সাঙ্কু পাঞ্জার গ্রামের বাড়ি চাঁদপুরে।
শোক প্রকাশ করে সনি রহমান বলেন, “সাঙ্কু পাঞ্জা ভাইয়ের দুই মেয়ে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন তিনি। সাঙ্কু পাঞ্জা ভাইয়ের চলে যাওয়ায় আমরা গভীর ভাবে শোকাহত।”
‘মৃত্যুর সাথে পাঞ্জা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন সাঙ্কু পাঞ্জা। এটি ১৯৯৭ সালে মুক্তি পায়। অভিনয় ক্যারিয়ারে ‘প্রেম কয়েদি’, ‘মনের জ্বালা’, ‘দুর্ধষ’, ‘ধর মাস্তান’সহ অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই খল অভিনেতা।
ঢাকা/শান্ত