‘জিনসের নিচে তিনটা প্যান্ট পরে কাঁপছে দেব, আমি স্কার্ট পরেও হেসেছি’
একটি সিনেমার দৃশ্যে দেব-কোয়েল
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি কোয়েল মল্লিক ও দেব। ‘পাগলু’, ‘পাগলু-টু’, ‘মন মানে না’, ‘হিরোগিরি’, ‘রংবাজ’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তারা। এ জুটির অনস্ক্রিন বন্ধুত্ব অফস্ক্রিনেও অটুট।
কোয়েল অভিনীত ‘সোনার কেল্লায় যকের ধন’ সিনেমা আজ মুক্তি পেয়েছে। এ উপলক্ষে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রঞ্জিত মল্লিকের কন্যা। আলাপচারিতার এক পর্যায়ে দেবের সঙ্গে শুটিংয়ের স্মৃতিচারণ করেছেন কোয়েলে।
কোয়েল মল্লিক বলেন, “এটা অন্যরকম এক অভিজ্ঞতা। এই সিনেমায় যেমন রাজস্থানের ঠান্ডায় সোয়েটার পরতে পেরেছি, সেটাই যেন একটা বিলাসিতা! আর দশ বছর আগে, ঠান্ডায় সুইজারল্যান্ডে হাড় কাঁপানো শীতে ছোট জামা-স্কার্ট পরে হেসেছি, গান গেয়েছি, নেচেছি।আর শট কাট হওয়ার পর কম্বলের তলায় ঢুকে পড়েছি। গরম জল, কফি খেয়েছি- এটাও অভিজ্ঞতা।”
ঠান্ডায় দেবের সঙ্গে শুটিংয়ে অভিজ্ঞতা জানিয়ে কোয়েল বলেন, “অনেকবার সুইজারল্যান্ডে গান শুট করেছি। আমরা প্রায়ই বলতাম, এবার অন্তত ঠান্ডায় শুট করিও না। দেব হয়তো জিনসের নিচে তিনটা প্যান্ট পরে কাঁপছে আর আমি স্কার্ট পরেও হেসেছি। সবসময় বলতাম, ‘খবরদার আমার সামনে কাঁপবে না। মাঙ্কি ক্যাপ পরে, ‘বহুত ঠান্ডা হ্যায়’ বলবে না।’ এটা অন্যরকম থ্রিল। এখন স্মৃতি হাতড়ালে মনে হয় এটা কোন যুগের কোয়েল!”
প্রায় সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক ও নিশপাল সিং। ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন কোয়েল। পুত্রসন্তানের নাম রেখেছেন কবীর। গত বছরের ১৪ ডিসেম্বর কন্যা সন্তানের মা হন এই অভিনেত্রী।
স্বামী-সন্তান নিয়ে দীর্ঘ দিন ধরে ব্যস্ত সময় পার করছিলেন কোয়েল। ফলে চলচ্চিত্রের কাজ কমিয়ে দেন। প্রায় দুই বছর পর ‘সোনার কেল্লায় যকের ধন’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে ফিরলেন এই অভিনেত্রী। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন পরমব্রত চ্যাটার্জি।
ঢাকা/শান্ত