ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যাচেলর পয়েন্ট: নতুন সিজনে যারা অভিনয় করছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ৩০ মে ২০২৫   আপডেট: ১৭:০৮, ৩০ মে ২০২৫
ব্যাচেলর পয়েন্ট: নতুন সিজনে যারা অভিনয় করছেন

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নতুন সিজনের দৃশ্য

কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব‌্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ‌্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পেয়েছে ধ্রুব টিভির ইউটিউব চ‌্যানেলে।

দর্শক চাহিদা মাথায় রেখে নির্মিত হয় সিরিয়ালটির দ্বিতীয় ও তৃতীয় সিজন। ২০২১ সালের ১৩ এপ্রিল ধ্রুব টিভির ইউটিউব চ‌্যানেলে মুক্তি পায় তৃতীয় সিজনের শেষ পর্ব (৭৯)। এরপর চতুর্থ সিজন নির্মাণের দাবি জানান দর্শকরা। এ সিজন শেষ হয়েছে তাও আড়াই বছর আগে। বরাবরের মতো পঞ্চম সিজনের জোর দাবি ওঠে। কিন্তু তা আর হয়নি।

আরো পড়ুন:

দীর্ঘ সময় বিরতি নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পঞ্চম সিজন নিয়ে হাজির হতে যাচ্ছেন পরিচালক অমি। এরই মধ্যে নতুন সিজনের শুটিং শুরু করেছেন নির্মাতা কাজল আরিফিন অমি। এ খবর পাওয়ার পর থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। তবে নতুন সিজনে কারা কারা অভিনয় করছেন তা নিয়ে আগ্রহের শেষ নেই।

পরিচালক অমি সময়ের সঙ্গে সঙ্গে সিরিজটির জনপ্রিয় চরিত্রে কে কে অভিনয় করছেন, তা জানাচ্ছেন। এ সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলো হলো— কাবিলা, পাশা, হাবু, শুভ, শিমুল, বজরা বাজারের জাকির, কাবিলার প্রেমিকা রোকেয়া, অন্তরা, লামিয়া। বরাবরের মতো কাবিলা চরিত্রে পাওয়া যাবে জিয়াউল হক পলাশকে। পাশা, হাবু, শুভ শিমুল চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন— মারজুক রাসেল, চার্ষী আলম, মিশু সাব্বির, শিমুল শর্মা।

বজরা বাজারের জাকির, অন্তরা, লামিয়া চরিত্রে দেখা যাবে সাঈদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন ও লামিয়া লামকে। গত চার সিজনে কাবিলার প্রেমিকা রোকেয়াকে দেখানো হয়নি। সে নোয়াখালীতে বসবাস করে। কেবল মুঠোফোনে প্রেমিক কাবিলার সঙ্গে কথা বলে। নতুন সিজনেও রোকেয়া আছে। মজার ব্যাপার হলো, এই সিজনে রোকেয়াকে সামনে আনবেন পরিচালক। কিন্তু এ চরিত্র কে রূপায়ন করছেন তা এখনো জানানো হয়নি।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক প্রথম প্রচার হওয়ার পর দারুণ আকর্ষণ করে তরুণ প্রজন্মকে। বিশেষ করে ‘পাশা’ চরিত্র রূপায়নকারী মারজুক রাসেলের ‘এ্যাই’ সংলাপ দর্শকদের মুখে মুখে ঘুরতে থাকে। এই ‘পাশা’ অর্থাৎ মারজুক রাসেল তার একজন প্রেমিকা চাচ্ছেন। পঞ্চম সিজনে পাশার প্রেমিকা থাকবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সমূহ সম্ভাবনা রয়েছে। যদি রাখা হয় তবে তা নতুন মাত্রা যোগ করতে পারে। 

তাছাড়া রানা চরিত্রে আবদুল্লাহ রানা, শিরিন চরিত্রে মনিরা মিঠু, পাগলা সুজন চরিত্রে আরফান মৃধা শিবলুসহ আরো অনেকে থাকছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়