ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একসঙ্গে কণ্ঠ মেলালেন মা-মেয়ে

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৯ জুলাই ২০২৫  
একসঙ্গে কণ্ঠ মেলালেন মা-মেয়ে

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি বাংলা গানের ভুবনে দীর্ঘদিন ধরে আপন দক্ষতায় শ্রোতা মন জয় করে আসছেন। একের পর এক হিট গান উপহার দিয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য স্বীকৃতি। তারই পথ ধরে সংগীতে সম্ভাবনার জানান দিয়েছেন তার কন্যা রোদেলা। এরইমধ্যে তার কণ্ঠে একাধিক গান শ্রোতামহলে প্রশংসিত হয়েছে।

এইবার মা-মেয়ে একসঙ্গে গান গেয়ে হাজির হচ্ছেন নতুন চমক নিয়ে। ‘কেন’ শিরোনামের এই গানটি প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন তারা। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। গানটি স্যাড-রোমান্টিক ধাঁচের এবং এর ভিডিওচিত্রেও অংশ নিয়েছেন ন্যানসি ও রোদেলা—দুজনেই।

আগামী ১০ জুলাই গানটি প্রকাশ পাবে রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গান প্রসঙ্গে ন্যানসি বলেন, “প্রথমে গানটি আমি একাই গাওয়ার কথা ভাবছিলাম। পরে মনে হলো, রোদেলাকে যুক্ত করলে আরও ভালো হবে। তার কণ্ঠে কিছু অংশ গাইয়ে দেখলাম, ভালোই লাগলো। প্রথমবার আমার সঙ্গে মেয়ের গান— গর্বের এবং আবেগের বিষয়।”

রোদেলার নিজের অনুভব প্রকাশ করে বলেন, “মায়ের সঙ্গে গান গাওয়া এক ধরনের দুঃসাহস! তার গায়কী, কণ্ঠের ইউনিকনেস সবারই জানা। কিন্তু তার সাহস ও অনুপ্রেরণাতেই গানটি গেয়েছি।”

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়