ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিপজলের নামে মামলা: মুক্তি ও সনির ফেসবুক পোস্ট

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ৯ জুলাই ২০২৫  
ডিপজলের নামে মামলা: মুক্তি ও সনির ফেসবুক পোস্ট

চিত্রনায়ক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে দায়ের করা মামলা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য রুমানা ইসলাম মুক্তি ও সনি রহমান।

এক ফেসবুক স্ট্যাটাসে মুক্তি লেখেন, “শিল্পীদের নামে ভিত্তিহীন অভিযোগের হয়রানি বন্ধ হোক।”

তিনি জানান, এক নারী নিজেকে ভক্ত পরিচয় দিয়ে ডিপজলের কাছে একাধিকবার আর্থিক সহায়তা নিয়েছেন। এমনকি শিল্পী সমিতি নির্বাচন ও এফডিসিতে বিভিন্ন সময় ওই নারীর উপস্থিতি ও কান্নাকাটি ভিডিওতে ধরা রয়েছে।

মুক্তি আরও বলেন, “সম্প্রতি ডিপজল ভাইয়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হচ্ছে। আদালতের কাছে অনুরোধ, সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করুন।”

অন্যদিকে, সনি রহমান বলেন, “ডিপজল ভাই শুধু একজন শিল্পী নন, বড় মনের একজন মানুষ। পাগল ভক্ত পরিচয় দিয়ে কেউ যদি একের পর এক সহযোগিতা নিয়ে পরে মিথ্যা অভিযোগ করেন, সেটা অত্যন্ত দুঃখজনক।”

তিনি জানান, ডিপজলের জনপ্রিয়তা ও মানবিকতা কেউ কেউ কাজে লাগিয়ে তাকে হয়রানি করার চেষ্টা করছে।

“তদন্তে যদি অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়, তাহলে এমন মিথ্যা মামলার বাদীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত”—মন্তব্য সনি রহমানের।

উল্লেখ্য, এক নারী সম্প্রতি অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে আদালতে মামলা করেন, যা ইতোমধ্যে শিল্পী সমাজে আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
 

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়