জাহাজে কোথায় যাচ্ছেন ফারিণ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঈদের ব্যস্ততা কাটিয়ে এবার নিজের জন্য একটু সময় বের করে নেওয়া। যে কারণে একান্তে সময় কাটাতে একেবারে বিদেশে গিয়ে অ্যাডভেঞ্চারে মেতেছেন তাসনিয়া ফারিণ। খোলা আকাশ, সমুদ্রের গর্জন, আর পাহাড়-প্রকৃতির মাঝে মিশে গিয়ে ফারিণ যেন নিজেকে আবিষ্কার করছেন নতুন রূপে।
গত ৩ জুলাই বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেন তিনি। খোলা মাঠে তোলা সেই ছবিগুলোতে দেখা যায়, এক চিলতে হাসি, হালকা খোলা চুল আর চোখে-মুখে প্রশান্তির ছাপ— প্রকৃতির কোলে যেন এক নতুন ফারিণ! ক্যাপশনে লেখেন, “অল্প সময়ের জন্য এই শহর থেকে পালিয়ে যান।”
ভক্তদের ভালোবাসা তখন থেকে যেন অফুরান! কেউ লিখেছেন, “নদীর মতো হাসি, মেঘের মতো চুল”। কেউ বলছেন, “পশ্চিমা ঢেউ যেন পূর্ব উপকূলে এসে পড়েছে!”
এদিকে আজ ১০ জুলাই আবারও ইনস্টাগ্রাম ও ফেসবুকে নতুন ছবি পোস্ট করেন ফারিণ। সাদা শার্ট, সাদা টুপি পরে জাহাজে ঘুরতে দেখা যায় তাকে। লোকেশন দেয়া আছে বুধভা, মন্টেনেগ্রো! ক্যাপশনে লেখা, “অ্যাড্রেনালিন দিয়ে অ্যাড্রিয়াটিক জাহাজে করে যাচ্ছি!”
২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করা তাসনিয়া ফারিণ নাটক থেকে বিজ্ঞাপন সবখানেই সাবলীল। হাসিতে যেভাবে দর্শক মুগ্ধ হন, ঠিক তেমনভাবেই তার ভ্রমণচিত্রও এখন অনুরাগীদের মন ভালো করার এক রঙিন গল্প।
ঢাকা/রাহাত//