ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম প্রেম এখনো বয়ে বেড়ান আনুশকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৪, ১১ জুলাই ২০২৫   আপডেট: ০৮:৩২, ১১ জুলাই ২০২৫
প্রথম প্রেম এখনো বয়ে বেড়ান আনুশকা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। অভিষেক চলচ্চিত্রে অভিনয় করেই আলোচনার জন্ম দেন। তামিল ও তেলেগু ভাষার একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন আনুশকা। ‘বাহুবলি’ সিনেমায় দেবসেনা চরিত্রে তার অনবদ্য অভিনয় দর্শক মনে দাগ কেটে আছে।

কাজের বাইরে প্রেম জীবন নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন আনুশকা। তবে ইদানীং না কাজে, না প্রেমের খবরে আছেন। হঠাৎ আনুশকাকে আলোচনায় নিয়ে এসেছে তার একটি সাক্ষাৎকার। দ্য সান নিউজ তামিলকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানান— তার প্রথম প্রেম এখনো বয়ে বেড়াচ্ছেন। 

আরো পড়ুন:

৪৩ বছর বয়সি আনুশকা শেঠি বলেন, “প্রথম প্রেম এতটা মূল্যবান যে, ৩০০ বছর পরও তা আপনার সঙ্গে থাকবে। আমি তখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি, ছোট একটি ছেলে আমার কাছে এসে বলেছিল— ‘আমি তোমার জীবনের প্রেম।”

পরের ঘটনা বর্ণনা করে আনুশকা শেঠি বলেন, “আমার বয়স তখন এমন যে, আমি জানতাম না ‘আই লাভ ইউ’ এর অর্থ কী, আমি তার প্রস্তাব মেনে নিয়েছিলাম। সেই স্মৃতি আমার মনে চিরকালই সতেজ।”
 
বহুল আলোচিত ‘বাহুবলি’ সিনেমায় অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনা চরিত্র রূপায়ন করেন অভিনেতা প্রভাস ও আনুশকা শেঠি। পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটাই দাগ কাটে যে, বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা।

‘বাহুবলি-টু’ মুক্তির পর প্রভাস ও আনুশকার প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন চাউর হতে থাকে। তাছাড়া দুজনই এখনো অবিবাহিত। দুয়ে দুয়ে চার মিলিয়ে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা। যদিও পরবর্তীতে দুজনই এই গুঞ্জন অস্বীকার করেন। আনুশকা শেঠি এক সাক্ষাৎকারে বলেছিলেন— “আমি প্রভাসকে ১৫ বছর ধরে চিনি। সে আমার এমন বন্ধু যাকে রাত ৩টা সময়ও ফোন কল করতে পারি।”   

দীর্ঘ দিন ধরে অভিনয়ে অনুপস্থিত আনুশকা শেঠি। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত তার মাত্র দুটো সিনেমা মুক্তি পেয়েছে। একটি মুক্তি পায় ২০২০ সালে, অন্যটি ২০২৩ সালে। বর্তমানে তার হাতে দুটো সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে তেলেগু ভাষার ‘ঘাটি’ সিনেমা খুব শিগগির মুক্তি পাবে। এ সিনেমার মুক্তি উপলক্ষে সাক্ষাৎকারটি দেন এই অভিনেত্রী। সেখানে জীবনের প্রথম প্রেম নিয়ে কথা বলেন এই তারকা

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়