৩৩ বছরের সংসার জীবনের মূলমন্ত্র জানালেন আসিফ
স্ত্রীর সঙ্গে আসিফ আকবর
শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ১৯৯২ সালের ১০ জুলাই ভালোবেসে সালমা আসিফ মিতুর সঙ্গে সংসার বাঁধেন তিনি। বৃহস্পতিবার (১০ জুলাই) দাম্পত্য জীবনের তেত্রিশ বছর পূর্ণ করলেন। বিশেষ দিনে প্রেম-বিয়ে এবং দীর্ঘ সংসার জীবনের মূলমন্ত্র জানালেন আসিফ।
আসিফ আকবর তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, “১০ জুলাই, ১৯৯২। এক থেকে দুই, দুই থেকে পাঁচ। মাঝখানে তেত্রিশ বছর। বড় বৌমা এসেছে, ছোট বৌমার শুভ আগমনের অপেক্ষায় আছি।”
তেত্রিশ বছরের সংসার জীবনের মূলমন্ত্র জানিয়ে আসিফ বলেন, “১৯৯২ সালে ওয়েদার ঠিক এমনই ছিল, দুজন ছোট মানুষ সংসারী হই ভালোবেসে। চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ এসেছে। সামনের দিকে তাকিয়ে পিছু হটেছি, আবার এগিয়ে গিয়েছি। বেগম সালমা আসিফের অসাধারণ সাহস, ত্যাগ, ধৈর্য আর শক্তিশালী ভালোবাসা এই সংসারের মূলমন্ত্র।”
মেয়ে আইদাহ আসিফের সব রাস্তার গন্তব্য চূড়ান্ত করে দিয়েছে। তা জানিয়ে আসিফ আকবর বলেন, “আমি ক্যাজ্যুয়াল ছিলাম আগেও, এখনো আছি। এলোমেলো সময়ও পার করেছি, আমার মেয়ে আইদাহ্ এসে সব রাস্তার গন্তব্য সেটল করে দিয়েছে। ১৯৯২ থেকে ২০২৫ সাল, এইত সেদিনের কথা! বেগম সালমা আসিফকে ধন্যবাদ, বিয়ে বার্ষিকীতে শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।”
বেশ আগে এক সাক্ষাৎকারে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আসিফ আকবর বলেছিলেন, “মিতু আর আমি এক আত্মা। আমার দীর্ঘ ক্যারিয়ারে আমাকে গুছিয়ে রেখেছে মিতু। ওকে শুধু ভালোবাসি বললে কম হয়ে যায়। এর থেকে বড় কোনো শব্দ যদি থেকে থাকে তাহলে সেটা মিতুর জন্যই প্রযোজ্য।”
ঢাকা/শান্ত