ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চলতি বছরের ভারতীয় পাঁচ ব্লকবাস্টার সিনেমা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ১৪ জুলাই ২০২৫   আপডেট: ০৮:২৩, ১৪ জুলাই ২০২৫
চলতি বছরের ভারতীয় পাঁচ ব্লকবাস্টার সিনেমা

১৪৬ কোটির জনবহুল দেশ ভারত। দেশটিতে রয়েছে বেশ কিছু প্রতিষ্ঠিত ফিল্ম ইন্ডাস্ট্রি। চলতি বছরে এসব ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। তবে সব সিনেমাই বক্স অফিসে সাড়া ফেলেতে পারেনি। বক্স অফিসে সাড়া জাগানো সিনেমা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আইএমডিবি। ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির ব্লকবাস্টার পাঁচ সিনেমা নিয়ে এই প্রতিবেদন—

ছাবা
রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল অভিনীত আলোচিত সিনেমা ‘ছাবা’। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। সিনেমাটির গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন অক্ষয় খান্না। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। 
১. আইএমডিবির রেটিং: ৭.৩। 
২. বাজেট: ১৫০ কোটি রুপি।
৩. বিশ্বব্যাপী প্রথম দিনের আয়: ৪৭.২৫ কোটি রুপি।
৪. বিশ্বব্যাপী আয়: ৮০১.৯০ কোটি রুপি।
৫. ভারতে আয় (নিট): ৫৯৯.৯৫ কোটি রুপি।
৬. বিদেশে আয়: ৯১ কোটি রুপি।
৭. ভারতে আয় (গ্রস): ৭১০.৯০ কোটি রুপি।
৮. আইএমডিবির মন্তব্য: ব্লকবাস্টার।

আরো পড়ুন:

সংক্রান্তিকি বস্তুনাম
চলতি বছরের ১৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার সিনেমা ‘সংক্রান্তিকি বাস্তুনাম’। অনীল রবিপুড়ি পরিচালিত অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভেঙ্কটেশ। তাছাড়াও আছেন মীনাক্ষী চৌধুরী, ঐশ্বরিয়া রাজেশ প্রমুখ। প্রাক্তন এক পুলিশ সদস্য গুরুত্বপূর্ণ এক ব্যক্তিকে উদ্ধারের গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি।
১. আইএমডিবির রেটিং: ৬.২।  
২. বাজেট: ৬৫ কোটি রুপি।
৩. বিশ্বব্যাপী প্রথম দিনের আয়: ৩৫ কোটি রুপি।
৪. বিশ্বব্যাপী আয়: ২৬৭.০৫ কোটি রুপি।
৫. ভারতে আয় (নিট): ২১৩.৭ কোটি রুপি।
৬. বিদেশে আয়: ৩৫.৫০ কোটি রুপি।
৭. ভারতে আয় (গ্রস): ২৩১.৫৫ কোটি রুপি।
৮. আইএমডিবির মন্তব্য: ব্লকবাস্টার।

সিতারে জমিন পার 
এক বছর বিরতি নিয়ে ‘সিতারে জমিন পার’ সিনেমা দিয়ে অভিনয়ে ফিরেন বলিউড অভিনেতা আমির খান। গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এটি পরিচালনা করেছেন আর. এস. প্রসন্ন। আমির খান পরিচালিত ও অভিনীত আলোচিত সিনেমা ‘তারে জমিন পার’। ২০০৭ সালে এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এ সিনেমার সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’। 
১. আইএমডিবির রেটিং: ৭.২  
২. বাজেট: ৮০ কোটি রুপি।
৩. বিশ্বব্যাপী প্রথম দিনের আয়: ২০ কোটি রুপি।
৪. বিশ্বব্যাপী আয়: ২৩৯.৫০ কোটি রুপি (চলমান)।
৫. ভারতে আয় (নিট): ১৫৫.২৫ কোটি রুপি।
৬. বিদেশে আয়: ৫৪ কোটি রুপি।
৭. ভারতে আয় (গ্রস): ১৮৫.৫০ কোটি রুপি (চলমান)।
৮. আইএমডিবির মন্তব্য: ব্লকবাস্টার।

তুডারাম
মালায়ালাম সিনেমার সুপারস্টার মোহনলাল অভিনীত আলোচিত সিনেমা ‘তুডারাম’। গত ২৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এটি পরিচালনা করেছেন তরুণ মুর্তি। এতে একজন ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন মোহনলাল। যে স্বভাবে খুবই বিনয়ী। কিন্তু ভাগ্য তাকে পরীক্ষায় ফেলে দেয়।  
১. আইএমডিবির রেটিং: ৭.৬  
২. বাজেট: ৩০ কোটি রুপি।
৩. বিশ্বব্যাপী প্রথম দিনের আয়: ১৭.১০ কোটি রুপি।
৪. বিশ্বব্যাপী আয়: ২৩৬.৫০ কোটি রুপি।
৫. ভারতে আয় (নিট): ১২২.৭০ কোটি রুপি।
৬. বিদেশে আয়: ৯৪ কোটি রুপি।
৭. ভারতে আয় (গ্রস): ১৪২.৫০ কোটি রুপি।
৮. আইএমডিবির মন্তব্য: ব্লকবাস্টার।

ড্রাগন
অশ্বথ মারিমুথু নির্মিত সিনেমা ‘ড্রাগন’। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। প্রেমে বিচ্ছেদের পর অস্থির রাগবন পড়াশোনা ছেড়ে দেয়। এরপর আর্থিক জালিয়াতির মতো বিপজ্জনক জগতে প্রবেশ করে। সম্পদ ও ক্ষমতার পিছনে ছুটতে থাকে। এমন গল্পের সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন প্রদীপ, অনুপমা পরমেশ্বর। 
১. আইএমডিবির রেটিং: ৭.৯  
২. বাজেট: ৩৫ কোটি রুপি।
৩. বিশ্বব্যাপী প্রথম দিনের আয়: ১২.৩৫ কোটি রুপি।
৪. বিশ্বব্যাপী আয়: ১৫১.৪৩ কোটি রুপি।
৫. ভারতে আয় (নিট): ১০২.১৭ কোটি রুপি।
৬. বিদেশে আয়: ৩৩ কোটি রুপি।
৭. ভারতে আয় (গ্রস): ১১৮.৪৩ কোটি রুপি।
৮. আইএমডিবির মন্তব্য: ব্লকবাস্টার।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়