ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিশার সিনেমা থেকে সরে দাঁড়ালেন খায়রুল বাসার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ২৫ জুলাই ২০২৫   আপডেট: ১৭:২৪, ২৫ জুলাই ২০২৫
তিশার সিনেমা থেকে সরে দাঁড়ালেন খায়রুল বাসার

ভারতীয় বাংলা ‘ভালোবাসার মরশুম’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখছেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী তানজিন তিশা। ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার ও ‘থ্রি ইডিয়টস’ তারকা শারমন যোশিও সিনেমাটিতে অভিনয় করছেন বলে নিশ্চিত করেন পরিচালক এম এন রাজ। 

বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের কিছু সময় পরই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অভিনেতা খায়রুল বাসার। শুক্রবার (২৫ জুলাই) বিকালে ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। 

আরো পড়ুন:

খায়রুল বাসার লেখেন, “ভালোবাসার মরশুম’ সিনেমায় সম্পৃক্ত হবার কথাবার্তা আগাচ্ছিল। খুব শিগগির চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম, যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। সঙ্গত কারণে আমি এই সিনেমায় থাকতে পারছি না। ধন্যবাদ। ‘ভালোবাসার মরশুম’ সিনেমার জন্য শুভকামনা।” 

এর আগে পরিচালক জানান, চলতি মাসে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন খায়রুল বাসার। কিন্তু এ অভিনেতার দাবি—“সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল। শিডিউল মেলানোর চেষ্টা করছিলেন।”  

খায়রুল বাসারের এমন বক্তব্যে হতবাক হয়েছেন পরিচালক রাজ। তার দাবি, “সিনেমাটির জন্য বাসার চুক্তিবদ্ধ হয়েছেন। কেবল তাই নয়, তার পারিশ্রমিকের এক চতুর্থাংশ অভিনেতাকে দেওয়া হয়েছে। এরপরও এসব কথা কেন বলছেন বুঝতে পারছি না। তবে আমি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।” 

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতের দার্জিলিংয়ে সিনেমাটির শুটিং শুরু হবে। টানা ২৩ দিন দৃশ্যধারণের কাজ চলবে। এরপর অক্টোবরে মুর্শিদাবাদে শুটিং হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়