ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আমি মরে গেলে কেউ আফসোস করবেন না’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ২৬ জুলাই ২০২৫   আপডেট: ১৮:০৬, ২৬ জুলাই ২০২৫
‘আমি মরে গেলে কেউ আফসোস করবেন না’

মৌ শিখা

“বেঁচে থাকতে চাই সম্মান নিয়ে, মৃত্যুর পর আফসোসে আমার কিছু যায়-আসে না”- এমনই করুণ বাস্তবতা প্রকাশ করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌ শিখা। দীর্ঘদিন ধরে নাটকে কাজ করলেও আড়াই মাস ধরে একরকম বেকার দিন কাটাচ্ছেন তিনি। কাজ নেই, অর্থ সংকটে জীবন চলে যাচ্ছে কঠিন সময়ের মধ্যে দিয়ে।

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে মৌ শিখা জানিয়েছেন, তিনি কাজ করতে চান, বাঁচতে চান সম্মান নিয়ে, অথচ তার পাশে কেউ নেই। মৃত্যুর পর আফসোস করে কী হবে?

ফেসবুকে তিনি লিখেছেন, “আমি মৌ শিখা। অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এত দিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম, কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, সেখানে আড়াই মাস যাবৎ মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি। তাহলে কিভাবে মনে হবে আমি অভিনয়শিল্পী?”

আয়ের আর কোনো উৎস নেই, জানিয়ে শিখা বলেন, “অভিনয় করেই আমার সংসার চলে। তবে আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে, হয়তো বলবে— আহা রে, মহিলা তো কত ভালো ছিল! কত সহজ-সরল ছিল। কারো সাত-পাঁচে ছিল না, কারো সামনে-পিছনে ছিল না। আহা রে, মহিলাটার আত্মা শান্তি পাক। কিন্তু তাতে কী লাভ হবে? আমার বেঁচে থাকতে তো দরকার আমার কাজের। বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে, কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারব- আমি জানি না। তবে আমার অনুরোধ, আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না। আমাকে মনে করারও কোনো দরকার নেই। হঠাৎ করে কেন কাজ কমে গেল, আমাকে ডিরেক্টররা ডাকছেন না কেন, মনে করছেন না কেন তাদের গল্পের চরিত্রের সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারব, আমি তো আমার রেমুনারেশন বাড়াইনি, ২৫ বছর যাবৎ মিডিয়ায় আছি, এখনো আমার রেমুনারেশনও খুব একটা বেশি না, তাহলে?”

কাজের মাধ্যমেই বেঁচে থাকতে চান, জানিয়ে এ অভিনেত্রী সবশেষে লিখেছেন, “যে কয়দিন বাঁচি, কাজ করে যেতে চাই। আপনারা ব্যাপারটা দেখবেন, আমার সহকর্মী যারা আছেন, তারা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন। একজন শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন। আল্লাহ সহায় আছে।”

এদিকে অভিনেত্রী মৌ শিখার সেই পোস্ট দেখে দুঃখ প্রকাশ করেছেন তার ভক্ত, অনুরাগী ও সহকর্মী তারকারা। জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু সেই পোস্ট শেয়ার করে মৌ শিখার পাশে থাকার আহ্বান জানান সবাইকে।

ঢাকা/রাহাত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়