ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিপজলের জমি দখলের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৬ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:০৮, ৬ আগস্ট ২০২৫
ডিপজলের জমি দখলের অভিযোগ

মনোয়ার হোসেন ডিপজল

চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের রাজধানীর কল্যাণপুরস্থ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ডিপজলের ভাড়া দেওয়া ‘নাভানা সিএনজি কনভার্সন সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানে জোরপূর্বক প্রবেশ করে সাইনবোর্ড ভাঙচুর ও ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে দাবি তার ম্যানেজারের। 

ঘটনাটি ঘটে গত ৩০ জুলাই। ডিপজলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেদিন আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমানসহ অজ্ঞাতনামা আরো ১০-১৫ জন ব্যক্তি প্রতিষ্ঠানটিতে জোর করে প্রবেশ করেন। তারা নাভানার সাইনবোর্ড ভেঙে নিজেদের সাইনবোর্ড টানানোর চেষ্টা চালান। ডিপজলের পক্ষ থেকে এ বিষয়ে ম্যানেজার মো. আব্দুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৭৮) করেছেন। 

আরো পড়ুন:

এরই ধারাবাহিকতায় ৪ আগস্ট ডিপজল তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও ও জিডির কপি পোস্ট করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি লেখেন, “আমরা অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমান এবং অজ্ঞাতনামা আরো ১০-১৫ জন ব্যক্তি আমাদের ভাড়াকৃত প্রতিষ্ঠান নাভানা সিএনজি-তে জোরপূর্বক প্রবেশ করে আমাদের স্থাপিত সাইনবোর্ড ভেঙে ফেলে এবং তাদের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করার অপচেষ্টা চালায়। এ সময় তারা আমাদের কর্মচারীদের মারধর, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করে। তাদের এই কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি, জবরদখলমূলক এবং আমাদের শান্তিপূর্ণ ব্যবসা পরিচালনায় গুরুতর বিঘ্ন সৃষ্টি করেছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই অবৈধ দখল প্রচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।” 

এ ঘটনার পর চলচ্চিত্র অঙ্গনের অনেকেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা বলছেন—গত কয়েক মাস ধরে একটি কুচক্রী মহল নানা মামলা-মোকদ্দমা ও চাপের মাধ্যমে ডিপজলকে হয়রানি করছে।  

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন কার্যনির্বাহী সদস্য নাম প্রকাশ না করা শর্তে বলেন, “ডিপজল শুধু একজন শিল্পী নন, তিনি চলচ্চিত্রের অকৃত্রিম বন্ধু। দীর্ঘদিন ধরে তিনি শিল্পী ও কলাকুশলীদের পাশে থেকেছেন। অথচ এখন তার জমি ও ব্যবসা দখলের অপচেষ্টা চলছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” 

চলচ্চিত্র অঙ্গনের এই জনপ্রিয় মুখ ডিপজল বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়