ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘একটা আহত মানুষকে নিয়েও ভিউ ব্যবসা করতে হবে?’

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ৩০ আগস্ট ২০২৫   আপডেট: ১৫:৫৪, ৩০ আগস্ট ২০২৫
‘একটা আহত মানুষকে নিয়েও ভিউ ব্যবসা করতে হবে?’

রাজধানীর কাকরাইলে হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবর রহমান মঞ্জু। আহত নুরের জন্য দোয়া চেয়েছেন তার পরিবার ও নেতাকর্মীরা।

এদিকে নুরকে নিয়ে পোস্ট করে বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তিনি নুরুল হক নুরের সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। 

গতকাল নুর আহত হওয়ার পর ফেসবুকে একটি পোস্ট করেন জয়। সেখানে তিনি উল্লেখ করেন, ‌“ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যান্সেল হয়েছে। আপনি সুস্থ হয়ে ওঠেন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।”

এই পোস্টটি নিয়ে মন্তব্যের ঘরে নেটিজেনরা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ মন্তব্য করেছেন, “মানুষের মনুষ্যত্বের বড়ই অভাব।” কেউ আবার জয়কে সমালোচনা করে লিখেছেন, “ভয়াবহ শব্দটা তো ভয়াবহ!” কিছু নেটিজেন হাস্যরসাত্মক মন্তব্য করেছেন, “হাসপাতাল থেকে লাইভ করেন, জয় ভাই!” একজন লিখেছেন, “একটা আহত মানুষকে নিয়েও ভিউ ব্যবসা করতে হবে?”

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়