ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় দুই-একটা ইভেন্ট করেই সংগীতজীবনের ইতি টানবেন তাহসান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ঢাকায় দুই-একটা ইভেন্ট করেই সংগীতজীবনের ইতি টানবেন তাহসান

তাহসান খান

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান নিজের শেষ কনসার্টের ঘোষণা দিয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্ট শেষে এই ঘোষণা দেন তাহসান। জানা গেছে, ২৭ সেপ্টেম্বর শেষবারের মতো অস্ট্রেলিয়ার পার্থে মঞ্চে উঠবেন তিনি।

তাহসান মনে করছেন, এবার থামা দরকার। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘মেলবোর্নে এটাই শেষ কনসার্ট ট্যুর। তবে ঢাকায় দু-একটা ইভেন্ট আগে থেকেই কমিটমেন্ট করা আছে। সেগুলো শেষ করেই সংগীতজীবনের ইতি টানবো। অনেক দিন থেকেই মনে হচ্ছিল, বিদায় নেওয়া প্রয়োজন। এবার সময়টা ঠিক মনে হচ্ছে।’’

আরো পড়ুন:

মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সঙ্গে একসঙ্গে গান গাওয়ার স্মৃতি সবচেয়ে বেশি মিস করবেন তাহসান। তারপরেও বিদায় নেবেন কারণ, তিনি মনে করছেন  সূর্য মধ্যগগনে থাকা অবস্থায় প্রস্থান শ্রেয়।

উল্লেখ্য, এরই মধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেটেড করেছেন তাহসান।  

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়