‘ভাইস প্রিন্সিপাল’ তারকা মারা গেছেন
কিম্বারলি হেবার্ট গ্রেগরি
‘ভাইস প্রিন্সিপাল’খ্যাত মার্কিন অভিনেত্রী কিম্বারলি হেবার্ট গ্রেগরি মারা গেছেন। শুক্রবার (৩ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৫২ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউ ইর্য়ক টাইমস এ খবর প্রকাশ করেছে।
কিম্বারলি হেবার্ট গ্রেগরি ব্যক্তিগত জীবনে ঘর বেঁধেছিলেন অভিনেতা-গায়ক চেস্টার গ্রেগরির সঙ্গে। এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। যদিও এ সংসার ভেঙে গেছে।
কিম্বারলি হেবার্ট গ্রেগরির মৃত্যুর খবর জানিয়ে ইনস্টাগ্রামে কাব্যিক রীতিতে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন চেস্টার গ্রেগরি। তাতে তিনি লেখেন, “কিম্বারলি হেবার্ট গ্রেগরি তুমি ছিলে আলোর প্রতিমূর্তি। একজন কৃষ্ণাঙ্গ নারী, যার বুদ্ধিমত্তা প্রতিটি ঘরে আলো জ্বেলেছে। যার উপস্থিতি একসঙ্গে বহন করেছে আগুন আর মমতা। তুমি আমাদের শিখিয়েছিলে সাহস, শিল্প, সহনশীলতা, আর কীভাবে জীবন যতই কঠিন হোক, তবু প্রতিদিন নিজেকে নতুন করে হাজির করতে হয়।”
কিম্বারলি হেবার্ট গ্রেগরি
স্মৃতিচারণ করে চেস্টার গ্রেগরি লেখেন, “আমাদের সেরা সময়ে, আর সবচেয়ে কঠিন সময়েও, যা ছিল অবিচল তা হলো—ভালোবাসা, শ্রদ্ধা, আর এমন এক বন্ধন, যা কোনো ঝড়ও ভাঙতে পারেনি। তুমি শুধু প্রাক্তন স্ত্রী নও, তুমি ছিলে আমার বন্ধু। আমাদের পুত্র-আমরা একসঙ্গে লেখা একটি গান। সে (পুত্র) তোমার আলোর জীবন্ত প্রতিধ্বনি। তার মধ্য দিয়েই তোমার উজ্জ্বলতা কখনো নিভে যাবে না। তার হাসিতে তোমার হাসিও অনুরণিত হবে চিরকাল।”
লেখাটির শেষাংশে চেস্টার গ্রেগরি লেখেন—“সূর্যোদয়: ১২-০৭-১৯৭২। সূর্যাস্ত: ১০-০৩-২০২৫।” তবে কোথায় কীভাবে কিম্বারলির মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানাননি চেস্টার গ্রেগরি।
১৯৭২ সালের ৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে জন্মগ্রহণ করেন কিম্বারলি হেবার্ট গ্রেগরি। মঞ্চনাটক ছিল এ অভিনেত্রীর প্রথম প্রেম। ২০০৭ সালে টিভি সিরিজে প্রথম অভিনয় করেন। একই বছর ‘আই থিঙ্ক আই লাভ মাই লাইফ’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
‘ভাইস প্রিন্সিপাল’ সিরিজের দৃশ্য
দুই দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য টিভি সিরিজে অভিনয় করেন কিম্বারলি। তবে অধিক খ্যাতি লাভ করেন ‘ভাইস প্রিন্সিপাল’ সিরিজে কাজ করে। এ সিরিজে ড্যানি আর. ম্যাকব্রাইড ও ওয়ালটনের সঙ্গে অভিনয় করেন। যেখানে তারা দুই সহকারী প্রধান শিক্ষক হিসেবে প্রতিদ্বন্দ্বী, তারা নতুন প্রিন্সিপালকে (কিম্বারলি গ্রেগরি) অপসারণের ষড়যন্ত্র করে।
ঢাকা/শান্ত