ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাকিব খানের সিনেমায় খল চরিত্রে তৌকীর আহমেদ!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ৭ অক্টোবর ২০২৫  
শাকিব খানের সিনেমায় খল চরিত্রে তৌকীর আহমেদ!

তৌকীর আহমেদ, শাকিব খান

বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ শুরু করেছেন নতুন সিনেমা ‘সোলজার’। সম্প্রতি রাজধানীর ৩০০ ফিট এলাকায় সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। প্রথম দিনের শুটিংয়েই হাজির হন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। 

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাকিব খান ও তৌকীর আহমেদকে। জানা যায়, সিনেমাটিতে তৌকীর আহমেদকে দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি খল চরিত্রে—যে রূপে দর্শক তাকে আগে কখনো দেখেননি। শুটিংয়ে অংশ নেন তারিক আনাম খানও। 

আরো পড়ুন:

নির্মাতা জানান, দেশপ্রেমকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘সোলজার’। এর মাধ্যমে তিনি নতুন বাংলাদেশ ও সমকালীন মানুষের ভাবনা, জীবনবোধ ও আশা-আকাঙ্ক্ষা বড় পর্দায় তুলে ধরতে চান।  

গল্পে ড্রামা, রোমান্স ও অ্যাকশনের মিশ্রণ থাকবে বলে জানিয়েছেন পরিচালক। তার ভাষায়, “চরিত্র ও পরিস্থিতি অনুযায়ী যা প্রয়োজন, আমরা সব রাখব। দর্শক এখানে বৈচিত্র্য খুঁজে পাবেন।” 

লাফিং এলিফেন্ট প্রযোজিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। এছাড়া অভিনয় করছেন তারিক আনাম খান, এবিএম সুমন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী, রাকিন আবসার প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ‘সোলজার’। 

অভিনয় জীবনে অসংখ্য নাটকে জনপ্রিয়তা পাওয়া তৌকীর আহমেদ এখন সমানভাবে ব্যস্ত অভিনয় ও পরিচালনায়। ইতিমধ্যে তিনি একাধিক প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন। বর্তমানে তার রচনা ও পরিচালনায় ‘ধূসর প্রজাপতি’ নামের ধারাবাহিক নাটকটি বিটিভিতে প্রচারিত হচ্ছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়