ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যাচেলর পয়েন্ট: অবশেষে ফিরছেন নেহাল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৮ অক্টোবর ২০২৫  
ব্যাচেলর পয়েন্ট: অবশেষে ফিরছেন নেহাল

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন পর্বের মুক্তির দিন জানা গেল। জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের পঞ্চম সিজনের নতুন পর্ব (৩৩-৪০) ৯ অক্টোবর বঙ্গতে মুক্তি পাবে। 

এবারের পর্বগুলোর মূল আকর্ষণ—‘নেহাল’ চরিত্রের প্রত্যাবর্তন এবং ‘শিমুল’-কে ঘিরে ঘনীভূত রহস্য, যা এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

আরো পড়ুন:

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের এবারের গল্প আবর্তিত হচ্ছে দুটি বড় প্রশ্নকে কেন্দ্র করে। কেন ফিরে এলেন নেহাল? তার এই আকস্মিক প্রত্যাবর্তন কী ব্যাচেলরদের জীবনে নতুন কোনো ঝড় নিয়ে আসবে? কাবিলা, পাশা, হাবু ভাইদের সঙ্গে তার সম্পর্কের পুরোনো সমীকরণ কি এবার বদলে যাবে? এসব প্রশ্নের উত্তর জানতে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 

অন্যদিকে, নেহালের প্রত্যাবর্তন আনন্দের হলেও দর্শকদের মনে একটাই প্রশ্ন—শিমুল কোথায়? কবে ফিরবে সে? 

এ প্রসঙ্গে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, “নেহালের ফিরে আসার কারণ এবং শিমুলের অনুপস্থিতি, দুটিই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। দর্শকদের সব প্রশ্নের উত্তর নতুন পর্বগুলোতে পাওয়া যাবে।” 

বঙ্গ কর্তৃপক্ষ বলেন, “দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই আমরা ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বগুলো নিয়ে আসছি। আশা করি, এবারের গল্প দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।” 

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্র রূপায়ন করেছেন—মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শিমুল শর্মা, পাভেল প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়