সারজিস, সম্ভবত তোমার ঘুম কম হচ্ছে: প্রিন্স মাহমুদ
সারজিস আলম, প্রিন্স মাহমুদ
গতকাল পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ক্ষিপ্ত হয়ে পড়েন।
সারজিস আলম তার বক্তব্যে বলেন, “এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে, প্রোগ্রাম চলাকালে, এটা কেন হয়? এক দিন হইতো, দুই দিন হইতো কিচ্ছু বলতাম না, তিন দিনের তিন দিনই এটা হইছে। যারা এটা করছে, তারা হচ্ছে রাজনৈতিক…। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব, তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।”
সারজিস আলমের এই বক্তব্য দ্রুত সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নেটিজেনরা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শোবিজ অঙ্গনের তারকাদের কেউ কেউ প্রতিক্রিয়া জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন দেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ।
প্রিন্স মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি, মানসিক চাপজনিত উদ্বেগ, অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্নতা আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি।”
চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন প্রিন্স মাহমুদ। কয়েকটি ওষুধের নামও উল্লেখ করেছেন তিনি। এ সুরকার লেখেন, “ডাক্তারের পরামর্শমতো ‘রিভো… ০.৫ এম জি’ বা ‘লেক্সো…’ খেয়ে দেখতে পারো।”
প্রিন্স মাহমুদ তার এই পোস্টে কেন দিয়েছেন, যদিও তা সরাসরি উল্লেখ করেননি। তবে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন। শাহরিয়ার নামে একজন লেখেন, “ভদ্র ভাষায় সুন্দর প্রতিবাদ বস।” রিয়াজ লেখেন, “ভাইয়া এত কঠিন কথা কি সে বুঝবে?” মজার ছলে কেউ কেউ প্রিন্স মাহমুদকে ‘ডা. প্রিন্স মাহমুদ’ বলেও সম্বোধন করেছেন।
ঢাকা/শান্ত