সুস্থ সংস্কৃতি চর্চা বিকাশে ‘সমস্বর’র সংগীত আয়োজন
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘সুস্থ সংস্কৃতি চর্চা সুন্দর পৃথিবী গড়ার অঙ্গীকার’ প্রতিপাদ্যে আয়োজিত হলো সাংস্কৃতিক সংগঠন ‘সমস্বর’-এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর পশ্চিম ধানমণ্ডির একটি স্কুলের কক্ষে এ আয়োজন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সংগীতশিল্পী ফাহিম হোসেন চৌধুরী, ছায়ানট সংগীতবিদ্যায়তনের শিক্ষক ও সংগীতশিল্পী নাসিমা শাহীন। এতে সভাপতিত্ব করেন আবৃত্তিশিল্পী গোলাম সারোয়ার।
অনুষ্ঠানের শুরুতে সমস্বরের সংগীতশিল্পীরা দলীয়ভাবে পরিবেশন করেন ‘তুমি নির্মল কর মঙ্গল কর মলিন মর্ম মুছায়ে’ গানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়ের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পপি সরকার। এসময় সংগীতশিল্পী নাসিমা শাহীন বলেন, ‘পড়াশোনার পাশাপাশি যদি আমরা এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজের সঙ্গে যুক্ত থাকি, তবে মানুষ আমাদের আলাদাভাবে মূল্যায়ন করবে।’
সংগীতশিল্পী ফাহিম হোসেন চৌধুরী বলেন, ‘আমরা যদি নিজেদের কাজ নিজেরা করি, তবে দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা হবে ও আরও সুন্দর হয়ে উঠবে।’
সভাপতির বক্তব্যে আবৃত্তিশিল্পী গোলাম সারোয়ার বলেন, ‘বর্তমান সময়ে সুস্থ সংগীত ও দেশ গড়ার কারিগর পাওয়া কঠিন। সবাই কেমন যেন ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েছে। এই আসক্তি থেকে বের হয়ে দেশ গড়ায় যার যার জায়গা থেকে অংশগ্রহণ করতে হবে।’
সমস্বর-এর প্রতিষ্ঠাতা পরিচালক অমিত হিমেল বলেন, ‘যে জাতি রক্ত দিয়ে নিজেদের ভাষা এবং দেশকে রক্ষা করেছে, তারা কখনো কিছুতেই পরাজিত হতে পারে না।’
অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশ করেন নাসিমা শাহীন, রবীন্দ্র সংগীত গেয়ে শোনান ফাহিম হোসেন চৌধুরী ও অমিত হিমেল।
তারা//