ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ভদ্ররা চুপ হয়ে যায়, অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ১০ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:২২, ১০ নভেম্বর ২০২৫
‘ভদ্ররা চুপ হয়ে যায়, অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই’

সাদিয়া জাহান প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। জীবনের নানা উত্থান-পতন পেরিয়েও নিজের জায়গা ধরে রেখেছেন অভিনয় ও ব্যক্তিত্বের দৃঢ়তায়। দীর্ঘ অভিনয়জীবনে তিনি যেমন আলোচনায় থেকেছেন অভিনয়ের জন্য, তেমনি বিতর্ক ও ব্যক্তিগত কঠিন সময়ও সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন। 

গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংক্ষিপ্ত অথচ গভীর ভাবনা প্রকাশ করেন প্রভা। লেখেন, “যে ভদ্র সে, ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই!” 

আরো পড়ুন:

মাত্র কয়েকটি বাক্যেই প্রভা যেন তুলে ধরেছেন এক তীক্ষ্ণ সামাজিক বাস্তবতা। ভদ্রতা কখনো কখনো দুর্বলতা নয়—এটিই যেন বোঝাতে চেয়েছেন তিনি। 

তার এই পোস্ট প্রকাশের পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনুরাগীদের মাঝে। মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা, সমর্থন আর ভালোবাসায় ভরে যায় পোস্টটি। অনেকে লিখেছেন, “প্রভার কথায় আজকের সমাজের প্রতিচ্ছবি।” কেউ কেউ লিখেছেন—“ভদ্রতা আজ দুর্বলতা ভেবে ভুল করছে অনেকে।” 

দীর্ঘ ক্যারিয়ারে প্রভা প্রমাণ করেছেন, সমালোচনা ও নীরবতাকে তিনি আলাদা করে নিতে জানেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি নিজের মত প্রকাশে সাহসী। 

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয়ে আসেন সাদিয়া জাহান প্রভা। অল্প সময়েই নাটকে নিজের অবস্থান তৈরি করেন তিনি। পাশাপাশি নিজেকে গড়ে তুলেছেন একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে—নিউ ইয়র্কের দ্য মেকআপ একাডেমি থেকে নিয়েছেন পেশাদার প্রশিক্ষণ। 

সাদিয়া জাহান প্রভা


এ বছর প্রভা প্রথমবারের মতো দুইটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন। একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’, অন্যটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে এ দুই সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়