ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অজিতের বাড়িতে বোমা হামলার হুমকি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ১১ নভেম্বর ২০২৫  
অজিতের বাড়িতে বোমা হামলার হুমকি

অজিত কুমার

ইদানীং বোমা আতঙ্কে ভুগছেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনয়শিল্পীরা। কিছু দিন আগে রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বোমা রাখার খবর ছড়িয়ে পড়ে। যদিও সেটা ফাঁকা আওয়াজ ছিল। এবার এ তালিকায় যুক্ত হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। 

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের চেন্নাইয়ের বাড়িতে বোমা রাখা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) পুলিশকে এই রিপোর্ট করা হয়। তারপর দ্রুত পুলিশ কর্মকর্তারা ওই বাড়ি ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালায়। তবে তল্লাশির সময় কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। কর্তৃপক্ষ হুমকিদাতার পরিচয় প্রকাশ করেনি।  

আরো পড়ুন:

সম্প্রতি বাড়িতে বোমা রাখার হুমকির ঘটনা বেড়েছে। ফলে পুলিশ হুমকিদাতাকে শনাক্ত করতে তৎপরতা বাড়িয়েছে। গত অক্টোবরে সুরকার ইলাইয়ারাজার টি. নগরের স্টুডিওতেও ভুয়া বোমা হুমকির ঘটনা ঘটে।  

রজনীকান্ত, ধানুশ, বিজয়, তৃষা, নয়নতারার মতো তারকারা একই ধরনের হুমকি পেয়েছেন। খ্যাতনামা ব্যক্তিদের লক্ষ্য করে এসব ঘটনার পুনরাবৃত্তি শহরবাসীর মনে উদ্বেগ বাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় তারকাদের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন। 

শুধু ব্যক্তিগত বাড়ি নয়, চেন্নাইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাও বোমা হুমকির আওতায় এসেছে। এরমধ্যে রয়েছে—মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন, বিরোধীদলীয় নেতার বাড়ি, রাজভবন, প্রধান রেলওয়ে স্টেশনসহ অন্যান্য জায়গা; যা শহরের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়