ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুকুরছানা হত্যার ঘটনায় ক্ষুব্ধ তারকারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:১৪, ২ ডিসেম্বর ২০২৫
কুকুরছানা হত্যার ঘটনায় ক্ষুব্ধ তারকারা

ছবির কোলাজ

পাবনার ঈশ্বরদীতে ৮টি সদ্যোজাত কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার ঘটনায় তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। ফুঁসে উঠেছেন নেটিজেনরা। এ নিয়ে জোর প্রতিবাদ জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও; কেবল তাই নয় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কঠোর শাস্তি দাবি করে জয়া আহসান লেখেন, “ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।” 

আরো পড়ুন:

ঈশ্বরদীর ঘটনায় দারুণভাবে আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ফেসবুক পোস্টে এই নায়ক লেখেন, “ঈশ্বরদীতে ৮টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে একজন সরকারি কর্মকর্তা অথবা তার স্ত্রী। মা কুকুরটা মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে। একটাবার চিন্তা করে দেখুন তো, বস্তার ভিতরে বাচ্চাগুলো পানির মধ‍্যে কেমন করছিল, বাঁচার জন‍্য কত চেষ্টা করছিল, কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মারা গিয়েছে।  

শাস্তি দাবি করে নিলয় আলমগীর লেখেন, “এখন মা কুকুরটার কতটা কষ্ট হচ্ছে। মা কুকুরটার বুকের দুধ খাওয়াতে না পারলে ব‍্যথা শুরু হবে, হয়তো মা কুকুরটাও মারা যাবে বুকের দুধ কোনো বাচ্চাকে খাওয়াতে না পেরে। এই হত‍্যাকান্ডের জন‍্য খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”

ঈশ্বরদীর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ফেসবুক পোস্টে এ অভিনেত্রী লেখেন “এটি হৃদয়বিদারক। এই নিষ্ঠুর লোকদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।” 

এসব তারকাদের দাবির সঙ্গে একমত পোষণ করে শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনরাও। রাকিবা লেখেন, “কঠিন শাস্তি চাই। এইজন্য আমাদের সবার এক হওয়া খুব দরকার।” কামরুন নাহার উষা লেখেন, “দোষী ছেলে হোক আর মেয়ে হোক, তার ছবি প্রকাশ করা উচিত। কারণ অন্যায়কারী বা হত্যাকারীকে চিনে রাখা উচিত।” 

দিলশাদ নাহার লেখেন, “এত কষ্ট লাগছে! ভিডিও, ছবিগুলো দেখে। সঠিক বিচার হোক।” আইনের শাসনের সমালোচনা করে কাওসার লেখেন, “যে দেশে মানুষ খুন হলে বিচার হয় না বা মামলা হলেও রাজনৈতিকভাবে এরিয়ে যায়, সে দেশে কুকুর হত্যা সামান্য। দেশে আইনের শাসন এবং মনুষ্যত্ব ফিরে আসুক সেটা প্রত্যাশা করি।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে তারকাদের কমেন্ট বক্সে। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়