ঢাকা     বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘গর্ত থেকে বাচ্চাকে বের করার উন্নত প্রযুক্তি দেশে নাই, ভাবা যায়?’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ১১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:৩১, ১১ ডিসেম্বর ২০২৫
‘গর্ত থেকে বাচ্চাকে বের করার উন্নত প্রযুক্তি দেশে নাই, ভাবা যায়?’

রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্ব পাড়া গ্রামে সাজিদ নামে দুই বছরের একটি শিশু গভীর গর্তে পড়ে যায়। ঘটনাটি ঘটে গতকাল দুপুরে। এদিন বিকালে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস। তারপর কেটে গেছে ২৪ ঘণ্টা। কিন্তু এখনো শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।   

এ ঘটনা সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার অভিযানের দিকে তাকিয়ে রয়েছেন দেশবাসী। দেশের শোবিজ অঙ্গনের তারকারাও উদ্বিগ্ন ও ভালো খবরের আশায় সময় গুনছেন। সাজিদ ফিরে আসুক সেই প্রার্থনাও করছেন।  

আরো পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অনুভূতি ও ভাবনা প্রকাশ করেছেন তারকাদের কেউ কেউ। ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।  

শুরুতে প্রশ্ন ছুড়ে দিয়ে ইরফান সাজ্জাদ বলেন, “একটা ১৫০ ফিট গভীর গর্ত! আহা দুই বছরের ছোট সাজিদ! এত বড় গর্ত করে যারা রাখলেন, দেশে হয়তো তাদের বিচার হবে না। কিন্তু আখিরাতে কি জবাব দিবেন আল্লাহকে?”   

পুরো দেশকে একটি গর্ত বলে মন্তব্য করেন ইরফান সাজ্জাদ। এ অভিনেতা বলেন, “আমাদের পুরো দেশটাই একটা গভীর গর্ত! প্রতিনিয়ত আমরা আমাদের অজান্তেই এই গর্তে তলিয়ে যাচ্ছি! আমাদের বাঁচাবার কেউ নাই আল্লাহ ছাড়া! সাজিদ বাবা তুমি কিন্তু একা না, আমরা সবাই তোমার মতোই হারিয়ে যাব এ দেশে...।” 

সংকটকালে উদ্ধার কার্যক্রমের সক্ষমতা দেখে বিস্ময় প্রকাশ করেছেন ইরফান সাজ্জাদ। তার ভাষায়—“একটা বাচ্চাকে গর্ত থেকে বের করার মতো উন্নত প্রযুক্তি নাই একটা দেশে… ভাবা যায়?” 

ইরফান সাজ্জাদের ভাবনার সঙ্গে নেটিজেনদের অনেকে সহমত পোষণ করে মন্তব্য করেছেন। আসাদুজ্জামান রকি লেখেন, “অথচ যারাই ক্ষমতার মসনদে বসে, তারাই বলে যে, ‘দেশ দিন দিন উন্নতির উচ্চ শিখরে উপনীত হচ্ছে।’ অথচ বাস্তবতা পুরোই ভিন্ন, যার ভোগান্তি সাধারণ মানুষের জীবনকে নিরাপত্তাহীন করে তুলছে দিন দিন।” 

প্রশ্ন ছুড়ে দিয়ে সোহেল চৌধুরী লেখেন, “বাংলাদেশ তো আধুনিক বিশ্বের সাথে তাল মিয়ে এগিয়ে যাচ্ছে। তার উপর আবার নাম রাখছে, ‘ডিজিটাল বাংলাদেশ’। আর আপনি বলছেন কি না বাংলাদেশের একটা বাচ্চাকে গর্ত থেকে বের করার মতো কোনো উন্নত প্রযুক্তি নাই, তাহলে বাংলাদেশ ডিজিটাল হয় কিভাবে?”  

মামুন আল হাসান লেখেন, “জনগণের কথা ভাবার সময় আছে কোনো রাজনৈতিক দলের? সবাই শুধু ক্ষমতার লোভ পকেটের উন্নয়নে ব্যস্ত।” তাহমিনা লেখেন, “আমি অনেক আগে থেকেই বলতাম, ‘ভাঙাদেশ’। তা প্রমাণ করে দেয় যখন কোনো বিপদ আসে।” এমন অসংখ্য মন্তব্য জমা পড়েছে ইরফান সাজ্জাদের পোস্টের কমেন্ট বক্সে। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়