ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কণার গানে নোরা ফাতেহির নাচ, মুগ্ধ দর্শক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ১৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫৩, ১৬ ডিসেম্বর ২০২৫
কণার গানে নোরা ফাতেহির নাচ, মুগ্ধ দর্শক

কণা ও নোরা ফাতেহি

সংগীতশিল্পী কণার নতুন গান ‘মেহেন্দি’ মুক্তির পর থেকেই দর্শকমহলে আলোচনার কেন্দ্রে। এবার সেই আলোচনায় যোগ হলো বলিউড সেনসেশন নোরা ফাতেহির নাচ। সম্প্রতি গানটির তালে নোরার নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে। 

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সানজয়। কণার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন নিশ। হালকা ও আনন্দঘন মেজাজের এই গানে তাল মিলিয়ে নাচতে দেখা যায় নোরা ফাতেহিকে, সঙ্গে ছিলেন সানজয়ও। ভিডিওটি সানজয় নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, “ওর হাতে মেহেন্দি।” 

আরো পড়ুন:

ভিডিওটি প্রকাশের মাত্র ২০ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে ১০ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। নোরা ফাতেহি নিজেও মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। ভিডিও দেখে দর্শকরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, “নোরাকে বাংলা গানের তালে নাচতে দেখা সত্যিই দারুণ অভিজ্ঞতা।” 

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘মেহেন্দি’ গানটির অফিসিয়াল ভিডিও ইতোমধ্যে ৪২ লাখের বেশি ভিউ হয়েছে। মুক্তির পর থেকেই গানটি দর্শক-শ্রোতার ভালোবাসা পেয়ে চলেছে, আর নোরা ফাতেহির নাচ সেই জনপ্রিয়তাকে নতুন মাত্রা দিয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়