সানি লিওনের ‘ডবল মজা’
রাশেদ শাওন || রাইজিংবিডি.কম
সানি লিওন
বিনোদন ডেস্ক : ভক্তদের ‘ডবল মজা’ দিতে আসছেন সানি লিওন। রাগিণী এমএমএস টু-এর পরে প্রাক্তন এই পর্নো তারকা এবারে তুষার কাপুরকে সঙ্গে নিয়ে রুপালি পর্দায় হাজির হবেন সেক্স কমেডি ফিচার ফিল্ম নিয়ে। ‘বেবি ডল’-খ্যাত এ অভিনেত্রী এবারের ছবি মাস্তিজাদিতে ডবল চরিত্রে অভিনয় করবেন। খবর জি নিউজ ব্যুরোর।
প্রিতিশ নন্দী কমিউনিকেশন প্রযোজিত ছবিতে তিনি লাইলা ও লিলি নামের দুই যমজ বোনের চরিত্রে অভিনয় করছেন। আর এটিই হবে সানি লিওনের কোনো সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয়। খবরটি নিশ্চিত হওয়া গেছে ছবিটির অফিসিয়াল টুইটার পেজ থেকে। এক টুইট-বার্তায় বলা হয়েছে, ক্রেজিয়েস্ট, দ্য ফানিয়েস্ট অ্যান্ড দ্য হটেস্ট দুই বোনের সঙ্গে পরিচিত হোন! সানি লিওন একাই লাইলা ও লিলি!
রাইজিংবিডি.কম