ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারও চলচ্চিত্রে কাঞ্চন-চম্পা জুটি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ১১ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারও চলচ্চিত্রে কাঞ্চন-চম্পা জুটি

ইলিয়াস কাঞ্চন এবং চম্পা

রাহাত সাইফুল : দীর্ঘদিন পর আবারও জুটি বাঁধছেন আশির দশকের জনপ্রিয় দুই অভিনয় শিল্পী ইলিয়াস কাঞ্চন এবং চম্পা। ঘুড়ি শিরোনামের একটি শিশুতোষ চলচ্চিত্রে তাদের অভিনয় করতে দেখা যাবে। এ জুটি প্রথম বারের মতো কোনো শিশুতোষ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এ চলচ্চিত্রটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা জাফর ফিরোজ।

সিনে ভিষন বাংলাদেশ এর প্রযোজনায় এ সিনেমা নির্মাণ করা হচ্ছে। এ প্রসঙ্গে অভিনেত্রী চম্পা বলেন, ‘আমি দীর্ঘদিন পরে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করছি। এখানে আমাদের রোমান্টিক দম্পতির চরিত্রে দেখা যাবে। এটি একটি ভিন্নধরনের গল্প। আমার বিশ্বাস শিশুরা হলে গিয়ে বাবা-মাসহ সিনেমাটি দেখতে পারবে।’

ঘুড়ি সিনেমাটি সম্পর্কে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সিনেমাটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের বিষয়গুলো তুলে ধরবে। আমাদের সামনে হঠাৎ করে যে সমাস্যাগুলো আসে তা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি তা এই সিনেমার গল্পে বলা হয়েছ।’

 

এ সিনেমার গানগুলো লিখেছেন রেজাউল রহমান রিজভি এবং জাফর ফিরোজ। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সৈয়দ হাসান ইমাম, শিশু অভিনয় শিল্পী ফারিয়া, তাবাসুম, আহম্মেদ ইয়াসিনসহ আরও অনেকে।



রাইজিংবিডি/ ঢাকা/ ১১ ফেব্রুয়ারি ২০১৫/ রাহাত/ মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়