ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্ল্যাকমেইল সিনেমার নির্মাতা নিয়ে লুকোচুরি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ৭ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্ল্যাকমেইল সিনেমার নির্মাতা নিয়ে লুকোচুরি

মিলন ও ববি

রাহাত সাইফুল : ব্ল্যাকমেইল সিনেমাটির শুটিং চলাকালে বিভিন্ন গণমাধ্যমে পরিচালক হিসেবে অনন্য মামুনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত এর নির্মাতা হিসেবে সাইদুর রহমান মানিকের নাম ব্যবহার করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।


জানা গেছে, গত ৪ মার্চ ব্ল্যাকমেইল সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পরেছে। সেন্সর বোর্ডে সিনেমা জমা দেওয়ার আবেদন ফরমে এর পরিচালক হিসেবে সাইদুর রহমান মানিকের নাম ‍উল্লেখ করা হয়েছে। তবে কাহিনিকার হিসেবে অনন্য মামুনের নাম উল্লেখ রয়েছে সেখানে।


সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ববি ও  মৌসুমী হামিদ।


এ প্রসঙ্গে অনন্য মানুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।


তবে এ বিষয় সাইদুর রহমান মানিক রাইজিংবিডিকে বলেন, ‘বাংলাদেশ পরিচালক সমিতির সদস্যপদ না থাকায় অনন্য মামুনের বদলে এ সিনেমায় আমার নাম ব্যাবহার করা হয়েছে।’


পড়ুন :

 


রাইজিংবিডি/ঢাকা/৭ মার্চ ২০১৫/রাহাত/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়