ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুক্তি পাচ্ছে শাকিব-বিন্দুর ‘এইতো প্রেম’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ৮ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তি পাচ্ছে শাকিব-বিন্দুর ‘এইতো প্রেম’

এইতো প্রেম সিনেমার দৃশ্য

বিনোদন প্রতিবেদক : শাকিব-বিন্দু জুটির প্রথম সিনেমা এইতো প্রেম। চলতি মাসের ১৩ তারিখ, শুক্রবার সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে এ চলচ্চিত্রটি। সিনেমাটি পরিচালনা করেছেন- সোহেল আরমান। ২০১০ সালে সিনেমাটির নির্মাণ কাজ শুরু করলেও নানা জটিলতার কারণেই এতোদিন মুক্তি দেওয়া সম্ভব হয়নি।

সিনেমা মুক্তি প্রসঙ্গে পরিচালক জানান, নানান জটিলতার কারণে সিনেমার শুটিং শেষ হতে একটু দেরি হয়েছে। সকল জটিলতা কাটিয়ে ১৩ মার্চ এইতো প্রেম সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক।

সিলভার স্ক্রিন প্রোডাকশন প্রযোজিত এ সিনেমায় শাকিব-বিন্দু ছাড়াও আরও অভিনয় করেছেন- শহিদুজ্জামান সেলিম, রামেন্দু মজুমদার, আফরোজা বানু, সৈয়দ হাসান ইমাম, নিপুন, মাসুম আজিজ, শিরাজ হায়দার, খুরশিদুজ্জামান উৎপল, শাহনুর, শ্যামল জাকারিয়া, বিনয় ভদ্র, সরওয়ার, কহিনুর, সাজ্জাদ রেজা, প্রাণ রায়, সাইদ বাবু, প্রিথু ও অমিত হাসান।

দুই বছর আগে নাটক ও চলচ্চিত্র থেকে বিদায় নেয়ার ঘোষণা দেন বিন্দু। তারপর আর কোন চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। আফসানা আরা বিন্দু লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।

২০১০ সালে এইতো প্রেম সিনেমার গান নিয়ে প্রকাশ হওয়া অডিও অ্যালবামে হাবিব ও ন্যান্সির গাওয়া `আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই` গানটি শ্রোতাদের কাছে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল।

এ ছাড়া মিলন মাহমুদের গাওয়া `যাক না উড়ে`, ডলি শায়ন্তনীর `মধুবনের ফুল`, ন্যান্সির `জোসনা দেব` এবং হাবিব ওয়াহিদ-আরফিন রুমী-প্রদীপ কুমারের `হৃদয়ে আমার বাংলাদেশ` শিরোনামের গানগুলোও বেশ সাড়া জাগিয়েছিল। এ সিনেমার গান আকাশচুম্বী জনপ্রিয়তা পেলেও এতোদিন মুক্তি পায়নি এ চলচ্চিত্রটি। দীর্ঘ বিরতির পর এবার সুদিন এসেছে এ সিনেমার।
 

 


রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৫/রাহাত/শান্ত  

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়