ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুভ জন্মদিন তানহা তাসনিয়া

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ২৬ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুভ জন্মদিন তানহা তাসনিয়া

তানহা তাসনিয়া

রাহাত সাইফুল : ঢাকাই চলচ্চিত্রে নতুনদের মধ্যে যে কজন সম্ভাবনাময়ী অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে একজন তানহা তাসনিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার মেয়ে এ অভিনেত্রী। আজ ২৬ মার্চ তার জন্মদিন। তার জন্মদিনে রাইজিংবিডির পক্ষথেকে শুভেচ্ছা।

জন্মদিন প্রসঙ্গে তানহা রাইজিংবিডিকে জানান, এবার জন্মদিনের অনুষ্ঠানটা তানহা মিডিয়ার লোকজনদের সঙ্গে পালন করতে চান। আজ জন্মদিন হলেও সবাই যেন তার জন্মদিনে অংশ নিতে পারে তাই শুক্রবার দিনটিকে বেছে নিয়েছেন অনুষ্ঠানটির জন্য।

ঢাকাই চলচ্চিত্রে তানহা তাসনিয়া নাম লিখিয়েছেন রফিক সিকদারের ভোলা তো যায় না তারে সিনেমার মাধ্যমে। এ সিনেমায় তানহার বিপরীতে অভিনয় করছেন নিরব। সিনেমাটির শুটিং এখন শেষ পর্যায়ে। এরপরে দেশ সেরা নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ধুমকেতু সিনেমায়। এ সিনেমাটি পরিচালনা করছেন শফিক হাসান। এ সিনেমাটির শুটিংও শেষের দিকে।

সিনেমায় কাজ প্রসঙ্গে তানহা বলেন, ‘হুট করে মিডিয়াতে এলেও বুঝে শুনে পা ফেলতে চাই। অভিনয় করতে চাই ভিন্ন কিছু চরিত্রে। গতানুগতিক নায়িকার গন্ডি ভেঙ্গে নিজের অভিনয় পরিধিকে বাড়াতে চাই। দেখাতে চাই নিজের যোগ্যতা। বাকিটা না হয় দর্শকরাই বিচার করবে।’

তানহা মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এস এস সি ও এইচ এস সি শেষ করেন। এখন তিনি নর্দান ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন।

 


রাইজিংবিডি/ ঢাকা/ ২৬ মার্চ ২০১৫/ রাহাত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়