ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওমেন্স ইরার সবচেয়ে বড় বিজনেস সামিট অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ১০ আগস্ট ২০২২  
ওমেন্স ইরার সবচেয়ে বড় বিজনেস সামিট অনুষ্ঠিত

ওমেন্স ইরা নারী উদ্যোক্তাদের একটি সংঘ। এটি নারীদের বাণিজ্যিক, পারিবারিক, মানসিক, ব্যক্তিগত আলোচনা, সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করে আসছে। এ ছাড়া বিগত ৭ বছর ধরে ৬৫ হাজার সদস্য নিয়ে এই সংঘের মাধ্যমে হাজারো নারী উদ্যোক্তা নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। 

৫ আগস্ট ওমেন্স ইরার সবচেয়ে বড় বিজনেস সামিট রাজধানীর কৃষিবিদ কনভেনশন হলে (কেআইবি) সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগুফতা ইয়াসমিন এমিলি, এমপি, কাজী রোমানা নাসরিন (অতিরিক্ত উপ পুলিশ কমিশনার), স্বনামধন্য ব্যবসায়ী ব্যক্তিবর্গ এবং সম্মানিত প্রশাসনিক কর্মকর্তারা। 

দারাজ প্রযোজিত এই বিজনেস সামিটে দেশসেরা ১২ জন বক্তা বক্তব্য রেখেছেন। এই সামিটে শিক্ষা বিভাগ থেকে বক্তব্য রেখেছেন আয়মান সাদিক (প্রতিষ্ঠাতা এবং সিইও অফ টেন মিনিট স্কুল), ব্যাংকিং বিভাগ থেকে বক্তব্য রেখেছেন নাসরিন আক্তার ( হেড অফ সিটি আলো), মানসিক স্বাস্থ্য বিষয়ক পুরস্কারপ্রাপ্ত আনুশা চৌধুরী। 

এ ছাড়াও বক্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়াতে পুরস্কারপ্রাপ্ত কন্টেন্ট ক্রিয়েটর সামস আফরোজ চৌধুরী। অনুষ্ঠান সভাপতিত্ব এবং পরিচালনা করেছেন তাসনিয়া আতিক (প্রতিষ্ঠাতা ও পরিচালক ওমেন্স ইরা)।

হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়