ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জমকালো আয়োজনে ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশনের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ৫ অক্টোবর ২০২২   আপডেট: ০৯:৫৫, ৬ অক্টোবর ২০২২
জমকালো আয়োজনে ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশনের মিলনমেলা

ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) ধানমন্ডির নিউ চিয়ার্স রেস্টুরেন্টে দেড় শতাধিক সেলারদের নিয়ে এটি অনুষ্ঠিত হয়। 

এই মিটআপে বিভিন্ন মার্কেটপ্লেসের সেলার ও মার্চেন্টরা অংশগ্রহণ করেন। এতে মূল স্পন্সর হিসেবে ছিল যাচাই ডট কম।

মিলনমেলায় সেলাররা মার্কেটপ্লেসের সাথে ব্যবসা পরিচালনা করার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হয়ে জোরালো ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদুল হক মাসুদ। 

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যাচাই ডট কম এর সিনিয়র এক্সিকিউটিভ মো. দিদারুল হাসান, আই এক্সপ্রেসের সিইও মো. তাজুল ইসলাম, ধানমন্ডি থানা ছাত্রলীগের সেক্রেটারি রাজিবুল ইসলাম বাপ্পী, অন্বেষা গার্মেন্টসের স্বত্বাধিকারী মো. শাকিল, বিজিডি অনলাইন গ্রুপের পরিচালক লায়ন শফিকুল ইসলাম, বিটেক্স সিইও সাদ্দাম হোসাইন, পিএম ওয়ান সিইও সাইদুর রহমান, দেশিফাই সিইও ইয়াসির হাসান, কাট প্রাইস সিইও মো. রায়হান।

ইয়ামিন/এনএইচ 

সর্বশেষ

পাঠকপ্রিয়