ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

পরিবেশমন্ত্রীর হস্তক্ষেপ

উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোয় ডিএসসিসির ঠিকাদারকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৪, ১৮ জানুয়ারি ২০২৪  
উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোয় ডিএসসিসির ঠিকাদারকে জরিমানা

বিধিবহির্ভূতভাবে উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোর দায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ঠিকাদারি প্রতিষ্ঠান পিএফ কর্পোরেশনকে ১ লাখ টাকার জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের অফিস কক্ষ থেকে ওসমানী উদ্যানে বর্জ্য পোড়ানোর ধোঁয়া দেখতে পেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেন। তাৎক্ষণিকভাবে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আসেন। উন্মুক্ত স্থানে বর্জ্য পুড়িয়ে পরিবেশদূষণের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান পিএফ কর্পোরেশনকে ১ লাখ টাকা জরিমানা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুনসহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

পরিবেশ মন্ত্রণালয়ের সচিব বলেছেন, বায়ুদূষণ কমাতে সারা দেশে এ ধরনের কার্যক্রম চলবে। 

নঈমুদ্দীন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়