ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

বইমেলায় ইমরুল ইউসুফের ‘ক্যাম্পাসাণুকাব্য’

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫  
বইমেলায় ইমরুল ইউসুফের ‘ক্যাম্পাসাণুকাব্য’

প্রকাশিত হয়েছে কবি, শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক ইমরুল ইউসুফের নতুন অনুবই ‘ক্যাম্পাসাণুকাব্য’। ক্যাম্পাস বিষয়ক মজার মজার ১২৫টি ছড়ার সংকলন এটি। 

ক্যাম্পাসাণুকাব্যের প্রেক্ষাপট: ক্যাম্পাস মানে শুধুমাত্র ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন নয়। ক্যাম্পাস মানে বন্ধুদের সঙ্গে হইচই, আড্ডা, খুনসুটি আর ঝগড়া। ক্যাম্পাস মানে গণরুমের নিত্য ব্যবহার্য জিনিসের মালিকানাহীন ব্যবহার, ছারপোকার কামড়; ক্যান্টিনের পাতলা ডাল। ক্যাম্পাস মানে কারও প্রতি বিশেষ মুগ্ধতা, তুমুল প্রেমে ভেসে যাওয়া দিন। ক্যাম্পাস জীবনের এমনই অসংখ্য অম্ল মধুর গল্প, নিত্যদিনের চেনা ঘটনা নিয়ে ইমরুল ইউসুফ লিখেছেন ‘ক্যাম্পাসাণুকাব্য’। 

পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে বইটি প্রকাশ হয়েছে। বইটির প্রতিটি অণুকাব্যই পাঠকের সামনে মেলে ধরবে ঘটমান চিরচেনা দৃশ্য কিংবা খুলে দেবে ফেলে আসা স্মৃতির ঝাঁপি।

আরো পড়ুন:

প্রাপ্তিস্থান: প্যাভিলিয়ন নম্বর ২৯
বইয়ের গায়ের দাম: ২০০ টাকা
বিক্রয় মূল্য: ১৫০ টাকা

বইটির প্রচ্ছদ করেছেন গৌতম ঘোষ।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়