ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বইমেলায় গাজী মুনছুর আজিজের ভ্রমণগ্রন্থ ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ২০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১০:৪০, ২০ ফেব্রুয়ারি ২০২৫
বইমেলায় গাজী মুনছুর আজিজের ভ্রমণগ্রন্থ ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’

বইমেলায় এসেছে গাজী মুনছুর আজিজের নতুন ভ্রমণগ্রন্থ ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’। প্রকাশ করেছে প্রান্ত প্রকাশন। প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান। লেখক পাখি দেখতে দেশের বিভিন্ন উপকূল, হাওরসহ বিভিন্ন জায়গায় ঘুরেছেন। সেই বর্ণনা তুলে ধরেছেন বইটিতে।

দীর্ঘ গবেষণা শেষে লেখক বইটিতে লিখেছেন, মূলত বাংলাদেশে আবাসিক ও পরিযায়ী মিলিয়ে প্রায় ৭৩০ প্রজাতির পাখির বসবাস। ৩৩০ প্রজাতি আবাসিক। বাকিগুলো পরিযায়ী। তবে সব পাখি সব সময় সব স্থানে বসবাস করে না। বরং নির্দিষ্ট পাখি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানেই বসবাস করে। 

আরো পড়ুন:

বইটি পাওয়া যাবে প্রান্ত প্রকাশনের ৭৪৯-৭৫০ নম্বর স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান)। দাম ২৫০ টাকা।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়