ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হোসেনপুর পৌর ভবন উদ্বোধন করলেন সৈয়দ আশরাফ

রুমন চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১৫ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোসেনপুর পৌর ভবন উদ্বোধন করলেন সৈয়দ আশরাফ

পৌর ভবন উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন জনপ্রশাসনমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন জনপ্রশাসনমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

 

আজ শুক্রবার বিকেলে তিনি নবনির্মিত ওই পৌর ভবনের ফলক উন্মোচন করেন।

 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়। তার মধ্যে ২ কোটি ২৩ লাখ টাকা সরকারি খরচে ও ৭৫ লাখ টাকা পৌরসভার নিজস্ব আয় থেকে ব্যয় করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য দিলারা বেগম আসমা, জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজাল, হোসেনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাইয়ুম খোকনসহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


 

রাইজিংবিডি/কিশোরগঞ্জ/১৫ জানুয়ারি ২০১৬/রুমন চক্রবর্তী/রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়