ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিরাপত্তার ঝুঁকিতে চট্টগ্রাম সার্কিট হাউস

রেজাউল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরাপত্তার ঝুঁকিতে চট্টগ্রাম সার্কিট হাউস

চট্টগ্রাম সার্কিট হাউস

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম, ১১ ফেব্রুয়ারি : একটি শিশুপার্কের কারণে চরম নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম সার্কিট হাউস। নগরীর কাজীর দেউড়ি এলাকায় সার্কিট হাউসের ঝুঁকি এড়াতে এর পাশে বিদ্যমান নগরীর প্রধান ও কেন্দ্রীয় জিয়া শিশুপার্কটি বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।

সার্কিট হাউসের অবস্থানকালীন ভিভিআইপিদের নিরাপত্তার স্বার্থে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে এই শিশুপার্কটি বন্ধের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

জানা যায়, ১৯৯৪ সালে চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে কাজীর দেউড়ি এলাকায় সিটি করপোরেশন থেকে ২৫ বছরের জন্য জায়গা ইজারা নিয়ে ‘ভাইয়া মিডিয়া বিজনেস সার্ভিস’ নামক একটি প্রতিষ্ঠান জিয়া শিশুপার্কটি নির্মাণ করে। প্রথমে চার-পাঁচটি রাইড নিয়ে এই পার্কের যাত্রা শুরু হলেও দিনে দিনে নতুন রাইড যুক্ত হয়ে পার্কটি বন্দরনগরীর ব্যস্ততম ও কেন্দ্রীয় শিশুপার্ক হিসেবে প্রতিষ্ঠা পায়।

এদিকে গত রোববার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সার্কিট হাউসের নিরাপত্তার স্বার্থে শিশুপার্কটি বন্ধ করে দেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ নিতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন।

বৈঠকে ভূমি প্রতিমন্ত্রী বলেন, কাজীর দেউড়ি সার্কিট হাউসসংলগ্ন শিশুপার্কটি চট্টগ্রাম সার্কিট হাউসের নিরাপত্তার জন্য হুমকি। এর আগে অনেকবার সার্কিট হাউসের মতো স্পর্শকাতর একটি স্থাপনার পাশেই এই পার্কটি নিয়ে আপত্তি তুলেছিল একটি গোয়েন্দা সংস্থা। তারা সার্কিট হাউসের নিরাপত্তার জন্য পার্কটি সেখান থেকে তুলে দেওয়ার দাবি জানিয়ে সরকারের উচ্চপর্যায়ে চিঠিও দিয়ে আসছিল অনেক দিন ধরে।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করে থাকেন। সার্কিট হাউসের পাশেই পার্কটির অবস্থান হওয়ায় এতে করে নিরাপত্তা বিঘ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। মূলত শিশুপার্কটি সার্কিট হাউসের জন্য চরম নিরাপত্তার ঝুঁকি। ফলে পার্কটি বন্ধ করে দেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, চট্টগ্রামের এই পার্কে ২৫ থেকে ৩০টি বিনোদনের রাইডার রয়েছে। তবে এর অধিকাংশ রাইডার নষ্ট। টিকিটের মূল্য রাখা হয়েছে একটি রাইডারে চড়াসহ ৩০ টাকা। প্রতিদিন সকাল ১০টায় খুলে দেওয়া হয় পার্ক, বন্ধ হয় রাত সাড়ে আটটায়। শুক্রবার খোলা থাকে রাত নয়টা পর্যন্ত। শিশুদের বিনোদনের আয়োজন থাকলেও এই শিশুপার্কের ভেতর নানা অসামাজিক কার্যকলাপের পাশাপাশি বখাটেদের উৎপাতেরও অভিযোগ রয়েছে।

 

রাইজিংবিডি / রেজাউল / রণজিৎ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়