ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে ছবি আপ্লুত করছে সবাইকে

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৮ ফেব্রুয়ারি ২০২৩  
যে ছবি আপ্লুত করছে সবাইকে

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরিতে পরিণত হয়েছে তুরস্ক-সিরিয়া। শত শত ভবন মাটিতে মিশে গেছে প্রলয়ংকরি ভূমিকম্পে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের সারি। ধ্বংস্তূপ ঘিরে সামনে আসছে একের পর এক মর্মস্পর্শী দৃশ্য। এরমধ্যে একটি ছবি সবাইকে আপ্লুত করেছে। ছবিটি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া দুই ভাই–বোনের। ছোট ভাইয়ের মাথায় যেন কোনো কিছুর আঘাত না লাগে, তা নিশ্চিত করতে নিজের হাত দিয়ে ভাইয়ের মাথা আগলে রেখেছে সাত বছরের বোন।

মোহাম্মদ সাফা নামের জাতিসংঘের এক প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছবিটি শেয়ার করেছেন। তিনি বলেন, ১৭ ঘণ্টা পর ওই ২ ভাই–বোন ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

টুইটার পোস্টে সাফা লেখেন, সাত বছর বয়সী মেয়েটি তার ভাইকে সুরক্ষিত রাখার জন্য তার মাথায় হাত দিয়ে আগলে রেখেছিল। তারা ১৭ ঘণ্টা সেখানে আটকে ছিল। আমি দেখলাম, ছবিটা কেউ শেয়ার করছে না। ও যদি মারা যেত তাহলে হয়তো সবাই তা শেয়ার করত। ইতিবাচক জিনিস শেয়ার করুন।

ছবিটি ইন্টারনেট ব্যবহারকারীদের আপ্লুত করেছে। কষ্টকর পরিস্থিতির মধ্যেও ভাইকে আগলে রাখার কারণে মেয়েটি প্রশংসিত হচ্ছে।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়