ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দু’হাতে সমানতালে ১১ রকমভাবে লিখতে পারে আদি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১০:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
দু’হাতে সমানতালে ১১ রকমভাবে লিখতে পারে আদি

আদি স্বরূপা। সে ইংরেজি ও কন্নড় দুই ভাষাতেই সাবলীল লিখতে পারে। ছবি: সংগৃহীত

মানুষ স্বাভাবিকভাবে ডান বা বাম হাতে লেখে। তবে দুই হাতে সমানতালে লিখতে পারা বিরল ঘটনা। সম্প্রতি ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, এক কিশোরী দুই হাতে লিখছে সমানতালে।

ওই তরুণীর নাম আদি স্বরূপা। সে ভারতের ম্যাঙ্গালুরুর বাসিন্দা। ১৭ বছর বয়সী এ তরুণী লিখতে পারে ১১ রকম ভঙ্গিতে।

ভিডিওতে দেখা যায়, দেয়ালে ঝোলানো একটি বোর্ডে ওই কিশোরী চক দিয়ে অনায়াসে দুই হাতে লিখে চলেছে। সে ইংরেজি ও কন্নড় দুই ভাষাতেই সাবলীল লিখতে পারে। এমনকি বিপরীত দুটি দিক থেকেও সে লিখতে সক্ষম।

ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন রবি কারকারা নামে এক ব্যবহারকারী। ক্যাপশনে তিনি লেখেন, আদি ১১ রকম ভঙ্গিতে লিখতে পারে। মস্তিষ্কের দুটি ভাগকে একসঙ্গে সমানভাবে কাজ লাগানোর এই ক্ষমতা ১০ লাখের মধ্যে একজনের দেখা যায়। এ দক্ষতা অ্যাম্বিডেক্সটেরিটি নামে পরিচিত।

সূত্র: নিউজ ১৮

/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়