শরীরে ৯৬টি চামচ আটকে গিনেস রেকর্ডে ইরানি আবুলফজল
অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

আবুলফজল সাবের মোখতারি
কিছু মানুষ বিরল প্রতিভা নিয়ে জন্মায়। এই প্রতিভাকে কাজে লাগিয়ে কেউ কেউ অর্জন করেন আন্তর্জাতিক স্বীকৃতি, গড়ে তোলেন বিশ্বরেকর্ড। এবার ইরানের এক ব্যক্তি নিজের শরীরে ৯৬টি চামচ আটকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস- এ নাম লিখিয়েছেন।
এর আগেও একাধিক বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম লিখিয়েছিলেন তিনি। কিন্তু এবার পেছনের সব রেকর্ড ভেঙে নিজেকে আরও অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ইরানের অধিবাসী ইরানের আবুলফজল সাবের মোখতারি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর একটি ভিডিওচিত্রে দেখা গেছে, ইরানের আবুলফজল সাবের মোখতারি দাঁড়িয়ে আছেন। এক নারী স্টিলের টেবিল চামচ হাতে নিয়ে একেরপর পর মোখতারির শরীরে লাগিয়ে দিচ্ছেন। প্রথমে গলার চারপাশে তারপর হাতে এবং পেটেও চামচগুলো লাগিয়ে দেওয়া হলো। একে একে ৯৬টি চামচ লাগানো হয়ে গেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষে উপস্থিত কর্মকর্তাদের সামনে দুই হাত তুলে আনন্দ প্রকাশ করেন তিনি।
আবুলফজল দাবি, ‘‘যেকোনো ধাতব বা বস্তু শরীরের সঙ্গে আঠাবিহীনভাবে আটকে রাখতে পারি।’’
এর আগে এই প্রতিভা কাজে লাগিয়ে ২০২১ সালে ৬৪, ২০২৩ সালে ৮৫টি চামচ শরীরে আটকে রেখে পর পর দুই বার গিনেজ রেকর্ড করেছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি ৯৬টি চামচ শরীরে আটকে আগের রেকর্ড ছাড়িয়ে যান।
আবুলফজলের বয়স এখন ৫৪ বছর। তিনি জানান, শৈশবে হঠাৎ করেই নিজের এই অদ্ভুত ক্ষমতা আবিষ্কার করেন। এরপর দীর্ঘদিনের অনুশীলনের মাধ্যমে তিনি এই ক্ষমতাকে আরও শানিত করেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ঢাকা/লিপি